Bangla News Dunia ,সঙ্গীতা দত্ত রায় :- হু কে অর্থ সাহায্য বন্ধ করতে পারে আমেরিকা এই জল্পনা কিছুদিন আগে থেকেই চলছিল। ট্রাম্প জানালেন -৬০ থেকে ৯০ দিনের জন্য হু -র অনুদান বন্ধ করা হল। কারণ তিনি মনে করছেন হু করোনা প্রতিরোধে ব্যর্থ। আর তাই গোটা বিশ্ব জুড়ে করোনা প্রায় ২০ গুন্ বেড়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান -হু এর কোথায় কোথায় গাফিলতি আছে সেটা আগে ভালো করে দেখতে হবে ,তারপর ভেবে দেখা হবে যে আবার অনুদান দেওয়া হবে কি না। বিশ্বকে কতটা প্রভাবিত করেছে সেটাও দেখতে হবে। তিনি এও বলেন যে -বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে কিছু আসার আলো আমরা দেখতে পেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের তথ্যের ওপর ভরসা করে অন্যান্য সব দেশকেই ভুল তথ্য দিয়েছে। তার ফলে গোটা বিশ্ব জুড়ে দীর্ঘ লকডাউনের ফলে বিভিন্ন দেশের অর্থনীতি খুব সংকটে পড়েছে।
[ আরো পড়ুন :- কর্মক্ষেত্রে জুমের বিকল্প অ্যাপ্লিকেশন ]
তবে রাষ্ট্রপুঞ্জের মতে -হু কে এই পরিস্থিতিতে অর্থ সাহায্য বন্ধ করা উচিত হয়নি। আমেরিকার এই সিদ্ধান্তে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উষ্মা প্রকাশ করেছেন। এর ফলে বিশ্ব যে যৌথভাবে করোনার বিরুদ্ধে লড়াই করছে তা ক্ষতিগ্রস্ত হবে। জোন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হেলথ সিকিউরিটি -র অধ্যাপক ওমেশ আদলজা বলেন -হু ভুল করেছে এবং সেটা পরিবর্তনের প্রয়োজনও আছে নিশ্চই। তবে বিশ্বের এই সংকটে অনুদান বন্ধ উচিত নয়।
দিল্লি তার সংযত প্রতিক্রিয়ায় জানিয়েছে -সব দেশের এক হয়েই করোনা প্রতিরোধ করা উচিত। তবে আমেরিকার এই সিদ্ধান্ত কে তাইওয়ান ও হংকং সমর্থন করেছে।