সব দেশের রেকর্ড কে ছাপিয়ে গেলো আমেরিকা , একদিনে মৃত ৪৫০০ জন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস : – এ যেন কোনো খেলা চলছে আর সবাই বিশ্ব রেকর্ড করার জন্য খুব পরিশ্রম করে চলেছে । কে কাকে হারাবে তারই প্রস্তুতি চলছে । কিন্তু খুব দুঃখ্যের যে, এখানে যা রেকর্ড হচ্ছে সেটা তে হাজার হাজার প্রাণ যাচ্ছে ।

করোনা আক্রান্ত শুরু হয়েছিল সেই চীন থেকে যা পরে ইউরোপের দেশ গুলোতে ছড়িয়ে পরে , আজকের দিনে আমেরিকাকে এর ভরকেন্দ্র বা এপিকসেন্টার হিসাবে ধরা হচ্ছে । এখনো পর্যন্ত সবথেকে প্রাণ গিয়েছে আমেরিকাতে । ১৫ই এপ্রিল যেখানে প্রাণ গিয়েছিলো ২৬০০ জনের একদিনে সেখানে গতকাল মানে ১৬ই এপ্রিল ২০২০ প্রাণ হারিয়েছেন মোট ৪৫০০ প্রায় দ্বিগুন । মোট আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৬ হাজার ৮০০ জন , মোট মৃত্যু হয়েছে ৩৫ হাজার মতো ।

[ আরো পড়ুন : বৈশাখেও বায়না আসেনি , ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে মৃৎশিল্পীরা ]

সবথেকে বেশি প্রভাব ফেলেছে নিউইয়র্ক শহরে , শুধু এই শহরেই প্রাণ হারিয়েছেন ১২০০০ মানুষ । কিন্তু এই অবস্থাতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যে তারা আস্তে আস্তে সেরে উঠছেন এবং আগের ছন্দে ফিরছেন ।

তার মতে তারা প্রথমে সেই সমস্ত জায়গাগুলোতে লকডাউন তুলবেন যেখানে এই ভাইরাস-এর প্রভাব একেবারেই দেখা যায়নি । তারপর ধীরে ধীরে অন্যান অঞ্চলগুলো খোলা হবে , তবে সেই ক্ষেত্রে সেখানে গভর্নর যারা আছেন তারা এই সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন । খুব সামনেই নির্বাচন আসছে , আমেরিকাতে চলতি বছরের নভেম্বর মাসে ভোট । সেই জন্য কোনো রকম কোনো সুযোগ তিনি হাতছাড়া করতে চাইছেন না । তাই শুধু উন্নয়নের কথা বলে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ।

[ আরো পড়ুন :- মুখ্যমন্ত্রীর নতুন পদক্ষেপ রাজ্যের সমস্ত চটকল চালু করতে ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন