আকাশে বাতাসে যুদ্ধের বার্তা , ময়দানে মার্কিন বোমারু বিমান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনার ত্রাসে আতংকিত সারা বিশ্ব। খুব খারাপ সময়ের মধ্যে আমেরিকাও। সেখানে চলছে মৃত্যুমিছিল। তার মধ্যে বার বার চীনের সমোলোচনাতে সরব হচ্ছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কখনো চীনা ভাইরাস বলে বা চীনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে কোন ঠাসা করার চেষ্টা। এবার সরাসরি যুদ্ধ ক্ষেত্রে চীনকে বিদ্ধ করার জন্য শক্তি প্রদর্শনে নেমে পড়লো সুপার পাওয়ার আমেরিকা।

সূত্র মারফত জানা গেছে যে , মার্কিন বায়ুসেনার বোমারু বিমান, বিমান বাহক ও সামরিক যুদ্ধ জাহাজ চীনের বিরুদ্ধে শক্তি প্রদর্শনে নেমে পড়েছে। তারা চীনের তাইওয়ান ও জাপানের কাছাকাছি একটি অঞ্চলে এই কাজে ব্যস্ত।এই গুঞ্জন শুরু হয়ে গেছে সারা বিশ্বজুড়ে। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী কিছু দিন আগে থেকেই অ্যান্ডার্সন এয়ারবেসে যুদ্ধ প্রশিক্ষণ চালাচ্ছিল।

[ আরো পড়ুন :- সব দেশের রেকর্ড কে ছাপিয়ে গেলো আমেরিকা , একদিনে মৃত ৪৫০০ জন ]

পূর্ব চীন থেকে ১৮০০ মাইল দূরে থাকা ইউএস প্যাসিফিক কম্যান্ড অধীনস্ত গুয়াম বিমান বন্দরে এই প্রদর্শন হয়।  সেখানে মার্কিন সেনারা বোমারু বিমান , ট্যাংক ইত্যাদির প্রদর্শন করেছিল। কারণ কিছুদিন আগে চীন তাইওয়ানকে ভয় দেখানের চেষ্টা করছিলো। ফলে চীনের উপর পাল্টা চাপ দেয়ার চেষ্টা করছে আমেরিকা।

[ আরো পড়ুন :- মুখ্যমন্ত্রীর নতুন পদক্ষেপ রাজ্যের সমস্ত চটকল চালু করতে ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন