বাজারে এলো আইফোন এসই ২

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, শারদীয়া রায় :-  অনেক আলোচনার পরে  বাজারে এলো অ্যাপলের  বহু প্রতীক্ষিত আইফোনে এসই ২ যা অ্যাপলের সবচেযে  কম দামি ফোন।  ২০১৬ সালে সর্বপ্রথম অ্যাপল ছোট আকারের কম দামের আইফোন বাজারে আনে। সেটি আইফোনপ্রেমীদের খুব প্রিয়। এই ফোনটি অ্যাপলের সাশ্রয়ী মডেল এস ই’র দ্বিতীয় সংস্করণ। করোনা  গোটা বিশ্ব অর্থনীতিতে  বিরূপ প্রভাব ফেলেছে । এমন অবস্থায় ভালো নেই অ্যাপলের ই -মার্কেটের অবস্থাও।  এমত অবস্থায় আশা করা হচ্ছে কমদামের এই আইফোন কিছুটা  হলেও চাঙ্গা করবে অ্যাপলের বাজার। একঝলকে  দেখে নেওয়া যাক ফোনটির বৈশিষ্ট্য –

[ আরো পড়ুন :- কর্মক্ষেত্রে জুমের বিকল্প অ্যাপ্লিকেশন ]

  • নতুন আইফোনটি সিলভার ,গ্রে এবং গোল্ড এই তিনটি রঙে পাওয়া যাবে। এটিকে দেখতে আগের আইফোনের মডেলের মতো হলেও আইফোনে ৮ এবং ১১ এর ছোঁয়া আছে।
  • ফোনের ভিতরে রয়েছে এ১৩ বায়োনিক চিপ যা আইফোনের ১১ মডেলে ব্যবহার করা হয়েছিল।
  • ফোনটির  র‌্যাম ৩ জিবি
  • স্টোরেজ আছে ৬৪ জিবি এবং ১২৮ জিবি।
  • এই ফোনটিতে ৪.৭ ইঞ্চির  ডিসপ্লে সহ আছে  আইফোন  ১০ মতো এজ টু এজ  ডিজাইন।
  • এতে অ্যাপলের টাচ আইডি থাকলেও নেই  ফেস আইডি। তবে আছে অ্যাপলের সর্বাধুনিক প্রসেসর।
  • এছাড়া ফোনটিতে আছে  ওয়ারলেস চার্জার। বাজারে এলো নতুন আইফোন
  • ওয়্যারলেস পেমেন্টের জন্য এনএফসি এবং HEIF / HEVC ফরম্যাটে মিডিয়া রেকর্ডিং সাপোর্ট আছে ।
  • এছাড়া আছে  ৩.৫ মিলিমিটার হেড ফোন জ্যাক । তবে জাপানিজ সাইট Macotakara র  দাবি ছিল যে ইলেকট্রনিক  ট্রেড শোতে বেশ কিছু আইফোনে কভার নির্মাতারা জানিয়েছিলেন যে এই মডেলে কোনো হেডফোন জ্যাক থাকবে না।
  • সামনে ৭ এমপি এবং পিছনে ১২ এমপি ক্যামেরা।
  • ১৯৬০ mah ব্যাটারি।
  • দাম- ২৭,৯৯০

[ আরো পড়ুন :- কোয়াইট মোড ফেসবুকের নোটিফিকেশনে ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন