Bangla News Dunia, সঙ্গীতা দত্ত রায় :- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) র সতর্কবার্তা -করোনা ঝড়ের কেন্দ্রস্থল হল ইউরোপ। বিগত ১০ দিনে ইউরোপের দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লক্ষ যা সমগ্র বিশ্বের ৫০ %.হু র আধিকারিক হান্স কলিযুগ বলেন -‘ আজ ইউরোপ মহামারীর কেন্দ্রস্থল। ইউরোপের কয়েকটি দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমছে বলে যেমন আশাবাদিতার জায়গা আছে তেমনই উদ্বেগের কারণও আছে যথেষ্ট। ‘ ইউরোপীয় দেশগুলির মধ্যে বর্তমানে ইতালি ,ফ্রান্স এবং স্পেনের অবস্থা সবচেয়ে শোচনীয়।
[ আরো পড়ুন :- করোনা আবহের মধ্যেই ” দ্বিতীয় পৃথিবীর ” খোঁজ দিলো NASA ]
ইতালিতে প্রথম যখন করোনার মৃত্যুমিছিল শুরু হয় তখন ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে কোনো সাহায্য আসেনি। অবশ্য এইজন্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভনদের লিয়েন আন্তরিক ক্ষমা প্রার্থনা করেন। ফ্রান্সে আক্রান্ত দেড় লক্ষ ,বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষের কাছাকাছি, ফলে এখনো গোটা বিশ্বেই মৃত্যুমিছিল অব্যাহত।
জার্মানিতে সংক্রমণ কমায় প্রশাসন লকডাউন তোলার কথা ভাবে প্রশাসন ,কিন্তু নতুন করে আরও সংক্রমণ হওয়ায় লকডাউন নিয়ে নতুন করে ভাবে। ইংল্যান্ড আরও ৩ সপ্তাহ লকডাউন বাড়িয়ে দিয়েছে। জাপানে ১৭৮ জনের মৃত্যু পর প্রধানমন্ত্রী শিনজো আবে জরুরি অবস্থা বৃদ্ধি করে এক মাসের জন্য ৭ টি অঞ্চলে। আফগানিস্তানে করোনা তে ৩০ জন মারা গেছে। তাই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি সব শত্রুতা ভুলে দেশের মানুষকে বাঁচাতে তালিবানদের সাহায্য করতে বলেছেন যাতে স্বাস্থ্যকর্মীরা নির্ভয়ে কাজ করতে পারে। সূত্রানুযায়ী রুজভেল্টের ৪৮০০ জন নাবিকের ১২% করোনা আক্রান্ত।