Bangla News Dunia, সমরেশ দাস : – লকডাউন শুরু হবার পরথেকেই আমরা যেন একটা নতুন পৃথিবী খুঁজে পেয়েছি । একদিকে যেমন বায়ু দূষণ কমে গেছে , আকাশ হয়েছে আরো নীল , বাতাসে কমেছে ধূলিকণা , প্রাণ ভোরে শাস্ব নেওয়া যাচ্ছে । সমুদ্রের জল যেন এতো নীল , এতো পরিষ্কার কোনোদিন দেখা যায়নি । চুরি ডাকাতি বন্ধ হয়েগেছে । সব মিলিয়ে একটা নতুন পৃথিবীকে আমরা পেয়েছি ।
এর আগেই আমরা দেখেছি যে দিল্লির রাস্তায় ময়ূর ঘুরে বেড়াতে , পুরীর সমুদ্র সৈকতে কচ্ছপের দলকে ঘুরে বেড়াতে , রাস্তায় হরিনের দল নিশ্চিন্তে ঘুরে বেরিয়েছে ।
[ আরো পড়ুন : করোনা আবহের মধ্যেই ” দ্বিতীয় পৃথিবীর ” খোঁজ দিলো NASA ]
এবারের চিত্রটা একটু আলাদা , এবারে একদল সিংহকে রীতিমতো রাস্তায় শুয়ে থাকতে দেখা গেলো ক্রগার ন্যাশনাল পার্কের সংলঙ্গ একটি এলাকাতে ।
সমুদ্র তীরে কচ্ছপ ।
ক্রগার ন্যাশনাল পার্কের পক্ষ থেকে এই ছবিগুলো প্রকাশ করা হয়েছে , তারা বলেছেন যে ক্রগার ন্যাশনাল পার্কের অধীনস্ত ক্যাম্পিয়ানা কন্ট্রাকচুয়াল পার্কে এই সিংহ গুলি থাকে । সাধারণত কোনো পর্যটককে ওই এলাকাতে যেতে দেওয়া হয় না ।
[ আরো পড়ুন :- বাজারে এলো আইফোন এসই ২ ]
করোনার জন্য দক্ষিণ আফ্রিকাতে লকডাউন চলছে । সেই জন্য এই সুযোগে ক্রগার ন্যাশনাল পার্কের বাইরে এই ফাঁকা রাস্তায় এরা বিশ্রাম করছে । পার্ক কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে ওই দলে মোট ৮টি সিংহ ছিল যারা ১৫ঐ এপ্রিল ঐখানে বিশ্রাম করছিলো ।