কর্মহীন কলাকুশলীদের সাহায্যার্থে স্বল্পদৈর্ঘ্যের ছবি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

B Bangla News  Dunia, শারদীয়া রায় :- লক ডাউনের ফলে কর্মহীন কলাকুশলীদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য  একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানালেন পরিচালক অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্ত । ছবিটির নাম ‘ঝড় থেমে যাবে একদিন ‘ ।

এতে অভিনয় করেছেন পশ্চিম বঙ্গের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা।  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাবনায়  নির্মিত এই চিত্রনাট্যটির দৈর্ঘ্য ১২ মিনিট ৫৪ সেকেন্ডের। ছবিটিতে মুখ্যমন্ত্রীর লেখা গানে সুর দিয়েছেন  কবির সুমন। গৃহবন্দী থেকেই এই চলচিত্রের দৃশ্যায়ন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায় এর মতো শিল্পীরা।  মঙ্গলবার ফেইসবুক এবং ইউটিউবে ছবিটি মুক্তি পেয়েছে  । ইতিমধ্যে প্রায় ৫ লক্ষ ভিউ হয়েছে এই ছবিটির। মূলত লক ডাউনের সময় মানুষের বর্তমান অসহায় অবস্থার কথা খুব সুন্দর এবং সাবলীল ভাবে তুলে ধরা হয়েছে ছবিটিতে। পাশাপাশি এই দুরবস্থায় মানুষের মানবিক দিকটিও সুচারুভাবে প্রকাশ পেয়েছে এই উপস্থাপনায়।

        আরো পড়ুন :-  ডায়পারের মাস্ক পড়ে ভাইরাল সানি

টলিউডের কলাকুশলীদের জন্য যে ফান্ড তৈরী করা হয়েছে তাতে এর আগেই প্রায় ৫৩ লক্ষ টাকার মতো উঠে এসেছিলো। ক্যামেলিয়া গ্রুপ থেকে ১০ লক্ষ টাকা সাহায্যের প্রতিশ্রুতি এসেছে। নির্মাতা অরিন্দম শীলের এই ছবিটির প্রসঙ্গে বলেন যে তারা প্রায় ৫০ লক্ষ টাকা তুলে চেয়েছিলেন এই ছবিটি থেকে। সেখানে এখনো পর্যন্ত এই ছবিটি থেকেই  আয় হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা।   প্রসঙ্গত করোনা ভাইরাসের সংক্রমণের  জেরে প্রথম দফায় যে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছিল তখনই টলিপাড়ায় শুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আর্টিস্ট ফোরাম,ইস্পা ,আর্টিস্ট গিল্ড,বিভিন্ন জি এই সি চ্যানেল ও টেলিভশন এসোসিয়েশনের প্রতিনিধিরা। এই সিদ্ধান্তকে মানুষের স্বাস্থ্যের কথা ভেবে সবাই স্বাগত জানালেও যারা টেকনিশিয়ান তারা  আর্থিক  দিক থেকে বিপুল ক্ষতির  সম্মুখীন হচ্ছিলেন । তাই তাদের স্বার্থে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী এবং ওনার অনুরোধে বাকি কলাকুশলীরা।

আরো পড়ুন :- নিজের রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত টলি অভিনেতার

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন