Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সারা বিশ্বে অতিমারীতে পরিণত করোনা বা COVID-19। বিপর্যয়ের মুখে অনেকগুলি দেশ। ভারতেও জাল বিস্তার করেছে করোনা। টানা লকডাউনের পথে হেঁটে অর্থনৈতিক সংকটের দিকে ভারত। এই সংকটেও ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেশি ক্ষতিগ্রস্থ দেশ গুলির দিকে। হাইড্রোক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামল দিয়ে সাহায্য করেছে একাধিক দেশকে। যা খুবই প্রশংসা যোগ্য বলে মনে করছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুটেরোস।
সংকটকালে ভারত এই মূলবান ঔষধ দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে বেশি ক্ষতিগ্রস্থ দেশ গুলির দিকে। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর , ভারত ৫৫ টি দেশে এই হাইড্রোক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামল রপ্তানি করেছে। তার মধ্যে সুপার পাওয়ার আমেরিকা , ব্রিটেন ,ইজরাইল এর মতো দেশ তালিকাতে আছে। বিপদের দিনে ভারতের সবার পাশে থাকার মহানুভবতা খুবই প্রশংসা যোগ্য বলে মনে করছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুটেরোস।
[ আরো পড়ুন :- ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে ভারত , গ্রাফ নামছে করোনার ]
বিভিন্ন দশের রাষ্ট্রনায়করা আলাদা আলাদা করে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প থেকে বরিস জনসন সবাই ভারতের ভূমিকাকে প্রশংসা করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব গোটা বিশ্বকে করোনার বিরুদ্ধে যৌথ লড়াইয়ের ডাক দিয়েছেন। তিনি আরো বলেছেন ম এই বিপদের দিনে যেসব দেশ অন্য দেশের পাশে দাঁড়িয়ে সাহায্য করছে আমরা তাদের স্যালুট জানাই।