করোনা আবহে ” আল্পস ” পর্বতের চূড়া আলোকিত হলো ভারতীয় তেরেঙ্গায়

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :- করোনা আবহের মধ্যে ঐক্যের ডাক দিলো সুইজারল্যান্ড। এই দিন সুইজারল্যান্ড ও ইতালি সীমান্তে অবস্থিত আল্পস পর্বতের চূড়ায় আলোকিত করা হলো ভারতের তেরঙ্গা। ভারতের তেরঙ্গা ছাড়াও আরো বিভিন্ন দেশের পতাকা আলোকিত করা হয়। সুইজারল্যান্ড এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে এক সাথে লড়াই করার বার্তা দেবার চেষ্টা করেছে। এই দৃশ্য জেনেভায় অবস্থিত ভারতীয় দূতাবাসের অফিসার গুরলিন কউর তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে শেয়ার করেন।

[ আরো পড়ুন :- ভারতকে স্যালুট জানলেন রাষ্ট্রসংঘের মহাসচিব ]

করোনা ভাইরাস সারা বিশ্বকে লক ডাউন করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে যতদিন না এই ভাইরাসের টিকা আবিষ্কার হচ্ছে ততদিন এই ভাবেই চলতে হবে বিশ্বকে। লক ডাউন না মানলেই আবার একই পরিস্থিতির সম্মুখীন হবে বিশ্ব। তাই বিশেষজ্ঞদের দাবি যতদিন না এই ভাইরাসের টিকা আবিষ্কার হচ্ছে ততদিন নিজেদের সামলে রাখাই ভালো হবে।

alpas porbot

বিশেষজ্ঞদের মত আমরা যদি সঠিক ভাবে এই লক ডাউন পালন করি তবে এই ভাইরাস থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে। এই ভাবেই যতদিন না এই মারণ ভাইরাসের টিকা আবিষ্কার হচ্ছে ততদিন সকলের লড়ে যেতে হবে। তবে আসবে সাফল্য। যত তাড়াতাড়ি আমরা এই ভাইরাসের সাথে লড়াই করে জিতবো ততো তাড়াতাড়ি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। গোটা বিশ্বকে একসাথে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিতেই এমনটা আয়োজন করেছে সুইজারল্যান্ড।

Bangla news dunia Desk

মন্তব্য করুন