স্যামসুং আনলো ইকো প্যাকেজিং সিস্টেম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :- স্যামসুং  নিয়ে এলো তাদের নতুন উন্নত ইকো প্যাকেজিং সিস্টেম। এটি স্যামসুংএর  ইকো প্যাকিং ব্যবস্থার সাথে যুক্ত একটি প্রচেষ্টা।

আরো পড়ুন :- টেকের জগতে গুগলের স্মার্ট ডেবিট কার্ড

বর্তমানে সবকিছুই ইকো ফ্রেন্ডলি করার প্রচেষ্টা চলছে যাতে করে যে কোনো জিনিসকে আবার ব্যবহার্য  জিনিসে পরিণত করা যায়। স্যামসুং এর  এই প্রচেষ্টা এরই একটি আধুনিক সংস্করণ।  বর্তমানে অনলাইন কিংবা অফলাইনে কেনা  প্রতিটা টিভি   উন্নত প্যাকেজিং এর মধ্যে দিয়ে  গ্রাহকের কাছে আসে। কিন্তু টিভি  ব্যবহার করার পরে প্যাকেজিংয়ের জন্য মূলত ব্যবহৃত কার্ডবোর্ডের বাক্সটির আর তেমন  ব্যবহার করা হয়না। তাই এই সমস্ত কার্ডবোর্ডের বাক্স গুলিকে যাতে পুনরায় ব্যবহার করা যায় তার জন্য স্যামসুং তাদের নতুন এই ব্যবস্থাটি করেছে।

এটির মধ্যে রয়েছে একটি কিউ আর কোড যাকে  আনলক করলেই প্যাকেজ গুলি বিভিন্ন আসবাবপত্র যেমন  সেল্ফ কিংবা ম্যাগাজিন রেক থেকে শুরু করে পোষ্যের  ঘর পর্যন্ত তৈরী হবে। এটি মূলত নিনটেন্ড ল্যাবো নামক একটি প্রজেক্টের অনুকরণে তৈরী করা হয়েছে। শুরুর দিকে এটি সেরিফ ,ফ্রেম এবং সেরো  টিভি মডেলগুলির জন্য ব্যবহৃত হবে। এই মাসের শেষের দিকে তারা এই প্যাকেজিং  ব্যবস্থা টি চালু করবে। এই পদ্ধতির জন্য স্যামসুং সেরা ইনোভেশন পুরস্কার পেয়েছে জানুয়ারি তে।

আরো পড়ুন :- বাজারে এলো আইফোন এসই ২ 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন