Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- ১২ রাশি, ৯ গ্রহ ও ২৭ নক্ষত্রের উপরেই ভিত্তি করে করা হয় জ্যোতিষ গণনা। জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে রাশি নির্ধারিত হয়। জ্যোতিষ শাস্ত্র মতে, রাশি অনুযায়ী আমাদের প্রত্যেকের আলাদা আলাদ ইষ্ট দেবতা আছে, আর তার কৃপায় ধন্য হয় জীবন। জেনে নিন রাশি অনুযায়ী আপনার আরাধ্য দেবতা কে —-
আরো পড়ুন :- আগামী নববর্ষে আসছে বিরাট পরিবর্তন, ফলে বিশেষ ভাবে লাভবান হবে বেশ কিছু রাশি
১. মেষ রাশির গ্রহাধিপতি হল মঙ্গল। এই রাশির প্রধান দেবতা শ্রীরাম ও বজরংবলী।
২. শুক্র গ্রহ হল বৃষ রাশির গ্রহাধিপতি। এই রাশির আরাধ্য দেবতা হলেন শ্রী বিষ্ণু, মা লক্ষ্মী এবং ষোড়শী শ্রী বিদ্যা।
৩. মিথুন রাশির গ্রহাধিপতি হল বুধ। এই রাশির উপর গণেশ ও বিষ্ণু ও হনুমানজীর সুদৃষ্টি থাকে। তার সঙ্গে মা দুর্গা, দেবী ভূবনেশ্বরীর আরাধনা করলে এরা উপকার পাবেন।
৪. কর্কট রাশির গ্রহাধিপতি হল চাঁদ এবং এই রাশির উপর স্বয়ং মহাদেব ও নারায়ণের আশীর্বাদ বর্ষিত হয়।
৫. সিংহ রাশির গ্রহাধিপতি হল সূর্য। সিংহ রাশির ইষ্টদেবতা হলেন শ্রী হরি ও হনুমান জি।
৬. কন্যা রাশির গ্রহাধিপতি হল বুধ। এই রাশি সব সময় সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ লাভ করেন। মা দুর্গা, ভূবনেশ্বরীর আশীর্বাদ থাকে এদের উপর।
৭. তুলা রাশির গ্রহাধিপতি হল শুক্র। এই রাশির মানুষরা লক্ষ্মী ও নারায়ণের আরাধনা করলে ভালো ফল পাবেন।
৮. বৃশ্চিক রাশির গ্রহাধিপতি হল মঙ্গল। বৃশ্চিক রাশির ইষ্ট দেবতা হলেন শ্রীরাম ও বজরংবলী।
৯. ধনু রাশির গ্রহাধিপতি হল বৃহস্পতি। প্রধান আরাধ্য দেবতা হলেন শ্রী হরি নারায়ণ, মা লক্ষ্মী, মা কমলা ও মা সিদ্ধিদাত্রী।
১০. মকর রাশির গ্রহাধিপতি হল শনি। এঁদের উপর দেবাদিদেব মহাদেব ও হনুমান জি-র আশীর্বাদ থাকে।
১১. কুম্ভ রাশিরও গ্রহাধিপতি হল শনি। কুম্ভ রাশির আরাধ্য দেবতা হলেন মহাদেব ও হনুমান জি।
১২. মীন রাশির গ্রহাধিপতি হল বৃহস্পতি। এই রাশির মানুষরা শ্রী হরি বিষ্ণুর ভক্ত হন সবচেয়ে বেশি। মা লক্ষ্মী, মা কমলা ও মা সিদ্ধিাদাত্রীর আরাধনা করলেও এঁরা ভালো ফল লাভ করেন।
আরো পড়ুন :- জলের মতো টাকা খরচ হচ্ছে ? মুক্তি পেতে মেনে চলুন বাস্তু টিপস
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )