প্রয়াত হলেন টম এন্ড জেরির নির্মাতা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :- প্রয়াত হলেন  টম এন্ড জেরির নির্মাতা জেন  ডিচ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। ৮ই অগাস্ট ১৯২৪ সালে তার জন্ম হয়। তিনি ছিলেন একজন মার্কিন বংশোভূত চিত্রকর , অ্যানিম্যাটর  ,কমিক্স শিল্পী এবং চিত্র পরিচালক । মুনরো ,টম টেরিফিক ,এবং নাডনিকের মতো  কার্টুন করার পাশাপাশি পপিয়ে ও  টম এন্ড জেরি সিরিজের জন্যই তার জনপ্রিয়তা ছিল বেশি। তার চেক প্রকাশক পিটার হিমেল জানিয়েছেন যে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের সকালের মধ্যে তার মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যু বার্ধক্য জনিত কারণে হয়েছিল কিনা তা জানা যায়নি।

আরো পড়ুন :-  ডায়পারের মাস্ক পড়ে ভাইরাল সানি

 

১৯৬০সালে তার নির্মিত সিনেমা ‘মুনরো’ সেরা  অ্যানিমেটেড শর্ট ফ্লিম ক্যাটেগরিতে অস্কার জিতেছিল। ১৯৬৪ সালে একই ক্যাটেগরিতে ‘নাডনিক’ এবং ‘হাউ টু অ্যাভয়েড ফ্রেন্ডশিপ’ ছবির জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। টম যেন জেরির প্রায় ১৩ টি পর্ব নির্মাণ করেছিলেন।  এছাড়া পপাই দ্য সেলার সিরিজের বেশ কিছু পর্ব ও নির্মাণ করেছিলেন।

   

উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা, ‘মেট্রো-গোল্ডউইন মেয়ার’ স্টুডিও থেকে ১৯৪০ সালে সর্বপ্রথম ‘পুস গেটস দ্য বুট’ নামে প্রথম পর্ব প্রচারিত হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন পর্ব প্রচারিত হতে থাকে। শুরুতে উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা ১৯৪০ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত এম.জি.এম কার্টুন স্টুডিও (Metro-Goldwyn Mayer –‘MGM’ Cartoon Studio) থেকে বেশ কিছু পর্ব প্রচারিত করেন। এ সময়ের মাঝে তারা আর্থিক টানাপোড়নের মধ্যেও সময় অতিবাহিত করেন। এরপর তারা দুজন বেশ অনেক বছর পর ১৯৭৫ সালের দিকে আবার টম এন্ড জেরি কার্টুন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা ১৯৭৫  সালের দিকে নতুন করে কাজ শুরু করার আগে ১৯৫৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে জেন ডিচ এবং চাক জোন্স টম এন্ড জেরি নিয়ে কাজ করেছিলেন।  মাঝে টম এন্ড জেরি কার্টুনের বেশ কিছু পরিবর্তন এসেছিলো।

     আরো পড়ুন :-  কর্মহীন কলাকুশলীদের সাহায্যার্থে স্বল্পদৈর্ঘ্যের ছবি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন