BBangla News Dunia, শারদীয়া রায় :- নতুন করোনা ট্র্যাকিং সিস্টেম RT Live লঞ্চ করলেন ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম ও মাইক ক্রিয়েংগার যার থেকে আমেরিকার কোন প্রদেশে ভাইরাসটি কতটা বাড়ছে কিংবা কমছে তার পরিমাপ পাওয়া যাবে।
আরো পড়ুন :- স্যামসুং আনলো ইকো প্যাকেজিং সিস্টেম
প্রতিদিনের সংক্রমণের গ্রাফ পাওয়া যাবে এই সিস্টেম থেকে। এটি সংক্রামক ব্যক্তিদের দ্বারা সংক্রামক ব্যাক্তিদের গড় সংখ্যা। যে কোনো মহামারীতে আরটি হলো প্রতিটি অঞ্চলে এই ভাইরাসের কার্যকর প্রজনন হার গণনা করার একটি কার্যকর পরিমাপ । এটি এমন একটি একক পদ্ধতি যা আচরণ এবং সীমাবদ্ধতার সাথে খাপ খায়না। আরটি যদি যদি ১.০ এর বেশি হয় তাহলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়বে। আর আরটি যদি ১.০ এর নিচে হয় তাহলে ভাইরাসটি ছড়িয়ে পড়া বন্ধ হবে। এটি মূলত সঙ্খ্যাতত্বের উপরে কাজ করবে যা এপিডেমিওলজিস্টদের তথ্য সংগ্রহ করে কাজ করতে সাহায্য করবে।
আরো পড়ুন :- টেকের জগতে গুগলের স্মার্ট ডেবিট কার্ড
কিন্তু সব সময় টেস্টের সংখ্যা এই সিস্টেমের ডেটাকে প্রভাবিত করবে না। তবে দ্রুত পরীক্ষা হলে তার ফল এই সিস্টেমে প্রতিফলিত হবে। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় আমেরিকা সবার উপরে আছে। প্রতিদিন প্রায় দ্বিগুন হারে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। তাই অসুস্থ ব্যক্তিরা অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট করতে পারছেন না। কারণ সব সময় সবার ক্ষেত্রে ঠিক সময়ে টেস্ট করানোর মতো পরিকাঠামোর অভাব দেখা দিচ্ছে আমেরিকায়। তাই একদম সঠিক ডাটা সব সময় পাওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত ইতিমধ্যে ভারত সরকার করোনা সংক্রমনের চিহ্নিতকরণের জন্য আরোগ্য সেতু অ্যাপ চালু করেছেন যা খুব জনপ্রিয়তা পেয়েছে। ব্যবহারকারীর মোবাইলের ব্লুটুথ এবং তথ্যের সাহায্যে লোকেশন ট্র্যাক করে সমস্ত তথ্য ব্যবহারকারীকে জানাচ্ছে এই অ্যাপটি । কোন ব্যক্তি কোথাও কোন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই অ্যাপ মারফত জানা যাবে। আবার কোন সুস্থ ব্যক্তির ৬ ফুটের মধ্যেও যদি কোন করোনা আক্রান্ত ব্যক্তি আসেন, তাহলেও এই অ্যাপ তাঁর কাজ করা শুরু করে দেবে।