পাকিস্তান তার জঙ্গি তালিকা থেকে ২৬/১১ র মূল অপরিধাকে সরিয়ে দিলো

By Bangla news dunia Desk

Updated on:

bBangla News Dunia, জয় রায় :- সারা বিশ্ব যখন করোনা মোকাবিলায় ব্যাস্ত ঠিক তখন আপনাদের প্রতিবেশী দেশ পাকিস্তান জঙ্গিদের সুরক্ষা দিতে ব্যস্ত । পাকিস্তান তার দেশের জঙ্গি তালিকা থেকে প্রায় ১৮০০ জঙ্গিকে সরিয়ে দিলো । পাকিস্তান ২৬/১১ র মাস্টার মাইন্ড জাকির উল লাকভিকেও ওই তালিকা থেকে সরিয়ে দিয়েছে ।

আরো পড়ুন :- উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের স্বাস্থ্য নিয়ে জল্পনা

২০১৮ সালে পাকিস্তানের নাসনাল কাউন্টার টেরোরিজম অথরিটি র তালিকায় ৭৬০০ জনের নাম ছিল । গত ১৮ মাসে সেই তালিকা থেকে নাম বাদ দিয়ে ৩৮০০ করা হয়েছে । তার পর এবার ১৮০০ জঙ্গির নাম বাদ দিলো পাকিস্তান । ওই তালিকায় নাম বাদ পড়েছে কুখ্যাত জঙ্গি জাকির উল লাকভি ও । যে কিনা ২৬/১১ র মুম্বাই হামলার মূল অপরাধী ।

imran khan , pakistan cricket board

করোনা আবহের মধ্যে পাকিস্তান তার চরিত্র থেকে সরে আসতে পারছে না। পাকিস্তান প্রতিদিনই বর্ডারে গোলা গুলি করে । আর ওই গোলা গুলির মাঝেই ভারতে জঙ্গি ঢোকাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইতি মধ্যেই ভারতের কাছে করোনা মোকাবিলা করার জন্য সাহায্য চেয়েছে । পাকিস্তান একদিকে ভারতে জঙ্গি ঢোকাবার চেষ্টা করছে অন্যদিকে ভারতের কাছে হাইড্রোক্লোরোকুইন ওষুধ চাচ্ছে।

আরো পড়ুন :- মাস্ক পরেও আপনাকে চিনবে ফোন

Bangla news dunia Desk

মন্তব্য করুন