জুমের বিকল্প হিসেবে এলো নমস্তে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :- জনপ্ৰিয় ভিডিও কলিং অ্যাপ জুমের বিকল্প হিসাবে এল  ‘নমস্তে(say namaste)’। গৃহবন্দী অবস্থায় অফিস মিটিং কিংবা প্রিয়জনের সাথে ভিডিও কল বা অনলাইনে স্কুল সবই  ক্ষেত্রেই জুমের জনপ্রিয়তা বাড়ছিল। আগের থেকে এই সময়  প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিলো জুমের ব্যবহার। কিন্তু জুমের নিরাপত্তা নিয়ে প্ৰশ্ন ওঠায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে। এর পর থেকে  খোঁজ চলছিলো  জুমের বিকল্পর  ।  ভারত সরকার ঘোষণাও করেছিল জুমের বিকল্প সফটওয়্যার বানাতে পারলে পুরস্কৃত করা হবে।  তার সাথে অবশই মাথায় রাখতে হবে ব্যবহারকারীদের নিরাপত্তা।

জুমের বিকল্প হিসেবে এলো নমস্তে

এই অবস্থায় মুম্বাইয়ের ওয়েব ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার সংস্থা ইনস্ক্রিপ্ট নিয়ে এলো  নমস্তে ।  এই মুহূর্তে  এটি শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মেই উপলব্ধ । তবে প্রস্তুতকারীরা আশ্বাস দিয়েছেন যে খুব শিগ্গিরি অ্যান্ড্রয়েড ও আইফোনে এই দুরকমের মোবাইল প্ল্যাটফর্মেই আসবে এটি ।জুমের মতো এতেও একাধিক  জনের সাথে ভিডিও কনফারেন্সিং করা সম্ভব হবে। তবে কতজন তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।  এটির নিরাপত্তা নিয়ে এখনই টেক মহল নিশ্চিত না হলেও আশা করা হচ্ছে জুমের থেকে এতে ব্যবহারকারীরা বেশি নিরাপত্তা পাবেন।

আরো পড়ুন :- টেকের জগতে গুগলের স্মার্ট ডেবিট কার্ড

পাশাপাশি   Microsoft Teams, GoToMeeting  প্রভৃতি অ্যাপ গুলি জুমের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এছাড়া আছে গুগলের নিজস্ব হ্যাংআউট মিট (Google Hangout Meet) যা গুগলের একাউন্ট দিয়ে ব্যবহার করা যাবে। এতে একাধিক ব্যক্তির সাথে ভিডিও কলের সাথে ফাইল শেয়ার ,স্ক্রিন শেয়ার প্রভৃতি করা যাবে।

আরো পড়ুন :- কর্মক্ষেত্রে জুমের বিকল্প অ্যাপ্লিকেশন

এখন দেখে নেওয়া যাক  কিভাবে ব্যবহার করে হবে ‘নমস্তে’ প্লাটফর্মটি :

  • এইখানে যাওয়ার লিংক হলো https://www.saynamaste.in/  ।
  • এরপর ক্রিয়েট নিউ মিটিং ট্যাপ করতে হবে ।
  • এবার নিজের নাম দিলে পাওয়া যাবে মিটিং ইউআরএল, মিটিং আইডি আর মিটিং কোড।
  • এই মিটিং ইউআরএল, মিটিং আইডি আর মিটিং কোড শেয়ার করে নিতে হবে  যারা এই মিটিং-এ যোগ দেবে তাঁদের সঙ্গে।

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন