Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনার মধ্যে প্রকাশ্যে এলো দীর্ঘদিনের সীমান্ত সংঘাত। অরুণাচল প্রদেশের সীমান্ত নিয়ে ভারতের সাথে চীনের বিতর্ক দীর্ঘ দিনের। এই রাজ্যের কিছু অংশ চীন নিজেদের বলে দাবি করে। বিশ্বজুড়ে মহামারীর আতঙ্কের মাঝে প্রকাশ্যে এলো চীনের তৈরী বিতর্কিত ম্যাপ। নতুন মাপে অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশ যোগ করেছে চীন। স্কাই ম্যাপ নামক এক সংস্থা এই নতুন ম্যাপ তৈরী করেছে। তাতেই রয়েছে নতুন ইন্টারন্যাশনাল বর্ডার। আর সেখানেই চীন সীমান্তের মাঝে রয়েছে অরুণাচল প্রদেশ।
আরো পড়ুন :- করোনায় আক্রান্ত এই মার্কিন অভিনেতা
উলেখ্য ব্রিটিশ ভারতের অংশ ছিল অরুণাচল প্রদেশ। পরে ম্যাকমোহন লাইন তৈরী করে সেটিকে ভারতের অংশ হিসাবে পরিচিত করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। ভারত ও তিব্বত এর মাঝে ওই লাইন তৈরী হয়েছিল।এতদিন অবধি ১৯৮৯ তে তৈরী ম্যাপ প্রকাশ করে আসছিলো স্কাই ম্যাপ। সম্প্রতি বেশ কয়েকটি সংস্থা স্কাই ম্যাপ এর পরিবর্তন দেখতে পান। বিশেষত ভুটান ও ভারতের মধ্যেকার সীমান্ত দিয়ে লাল দাগ দিয়ে দেখানো হয়েছে। এছাড়াও ১৯৬২র যুদ্ধের পর ভারতের আকসাই চীন রয়েছে চীনের অধিকারে।