BBangla News Dunia, শারদীয়া রায় :- আরো দীর্ঘ সময় ধরে বজায় থাকবে করোনা ভাইরাসের স্থায়িত্ব। এমনি আশংকার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম গেব্রেইসাস। এক সাংবাদিক বৈঠকে তিনি জানান যে প্রথমে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনা গেছিলো বলে আফ্রিকা ও আমেরিকায় স্বাস্থ্যবিধি লঘু করা হয়েছিল। এর ফলে ওই সব দেশে আরো বৃদ্ধি পেয়েছে করোনার প্রকোপ। কিছু দেশে লক ডাউন শিথিল করার ফলে সংক্রমণের মাত্রা দ্বিগুন বেড়ে গেছে ।
আরো পড়ুন :- রাষ্ট্রপুঞ্জের দুর্ভিক্ষের সতর্কবার্তা
জেনেভা থেকে এক ভিডিও কনফারেন্স হু প্রধান জানান যে পশ্চিম ইউরোপে সংক্রমণ কমে এলেও পূর্ব ইউরোপে আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে জাতিসংঘ এবং হু এর কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি চীনকে সমর্থন করার অভিযোগে হু কে অর্থ সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
সাংবাদিক বৈঠকে এই অভিযোগ প্রসঙ্গে তিনি জানান যে ৩০শে জানুয়ারি করোনাকে গ্লোবাল ইমার্জেন্সি বলে ঘোষণা করেছিল জাতিসংঘ। এমন পরিস্থিতির জন্য সব রাষ্ট্রকে তৈরী থাকার কথা আগে থেকেই বলা হয়েছিল। ফলে বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য রাষ্ট্রগুলির কাছে যথেষ্ট সময় ছিল। সাবধানতা অবলম্বন না করার জন্য বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে সারা বিশ্বে।
আরো পড়ুন :- করোনার মাঝে চীনা মানচিত্রে জুড়ল অরুণাচল , সামনে চাঞ্চল্যকর অভিযোগ
অন্যদিকে বর্তমান করোনা পরিস্থিতিতে গোটা বিশ্বের মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের সাথে বৈঠক হওয়ার কথা ছিল হু প্রধান তেদ্রসের। তবে দীপিকার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায় যে শেষ মুহূর্তে অনিবার্য কারণবশত অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেছে এই বৈঠক টি।
বর্তমানে হুয়ের প্রতি মানুষের ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। কারণ করোনা ভাইরাস প্রসঙ্গে চীনের দাবিকে মান্যতা দিয়ে চীনকে সমর্থন করেছে হু। তাই প্রিয় অভিনেত্রীর সাথে হু প্রধানের এই বৈঠক বাতিল হওয়ায় স্বভাবতই খুশি অনুরাগীরা।