স্বাদ-ঘ্রান শক্তি হারাচ্ছেন করোনা রোগীরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :- করোনা আক্রান্ত রোগীরা অধিকাংশই হারাচ্ছেন স্বাদ এবং ঘ্রান  শক্তি। লন্ডনের গাই হাসপাতালের একদল  গবেষক  ড. ড্যানিয়েল বোরেসটো র নেতৃত্ব করোনা রোগীদের উপরে গবেষণা করে এই   তথ্য তুলে ধরেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সি এন এনের খবর অনুযায়ী  গতকাল তাদের এই  গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে জামা নামের একটি মেডিকাল জার্নালে ।  লন্ডনের  গবেষকরা এর নাম দিয়েছেন সিনো-ন্যাজাল অথবা এসএনওটি-২২।

আরো পড়ুন :- ট্রাম্পের ” হু “কে অর্থ সাহায্য বন্ধ করতেই পাশে দাঁড়ালো চীন !

এই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইটালিতে  ২০২ জন আক্রান্ত  রোগীদের পরীক্ষা করে দেখা গেছে যে তাদের মধ্যে প্রায় ৬৭ শতাংশ  আক্রান্ত হওয়ার পূর্বে অথবা পরে তাদের স্বাদ এবং ঘ্রান শক্তি লোপ পাওয়ার কথা বলেছেন। করোনা আক্রান্ত অনেক রোগীর  এইরকম উপসর্গ দেখা দেওয়ার পরে এই নিয়ে গবেষণা  শুরু হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন এমন রোগীদের সাথে টেলিফোনে কথা  হলে  তারা জানিয়েছেন যে আক্রান্ত হওয়ার আগে কিংবা পরে তারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। অনেকে অবশ্য নাসারন্ধ্র বন্ধ হয়ে স্বাদ কিংবা ঘ্রান শক্তি লোপ পাওয়ার কথা জানিয়েছেন।

স্বাদ-ঘ্রান শক্তি হারাচ্ছেন করোনা রোগীরা
                               করোনা রোগীদের লোপ পাচ্ছে স্বাদ-ঘ্রান শক্তি

গবেষকরা তাদের গবেষণার শেষে জানিয়েছেন যে যদি এই গবেষণার ফলাফল নিশ্চিত হয় তাহলে যারা স্বাদ কিংবা ঘরণশক্তি হারাচ্ছেন তাদের জন্য এটাকে কোবিদ-১৯ এর একটা উপসর্গ হিসেবে বিবেচনা করে সেলফ আইসোলেশনে রাখার ব্যবস্থা  উচিত। কারণ তা না হলে বাকিরাও এদের দ্বারা আক্রান্ত হতে পারে।

আরো পড়ুন :- করোনার মাঝে চীনা মানচিত্রে জুড়ল অরুণাচল , সামনে চাঞ্চল্যকর অভিযোগ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন