হ্যাং সান হসপিটালে শুধু মাত্র কিম জং উনেরই চিকিৎসা হয়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News Dunia, সমরেশ দাস : – কিছুদিন আগে থেকেই  শোনা যাচ্ছিলো যে উত্তর কোরিয়ার এক নায়ক শাসক কিম জং উনের শারীরিক অবস্থা খুব  একটা ভালো নেই । তাকে তার দাদুর জন্মদিনেও হাজির থাকতে দেখেনি কেউ । শোনা গিয়েছিলো তার নাকি অস্ত্রপ্রচার হয়েছে ও তার পর তিনি খুব একটা ভালো নেই ।পুরো খবরটাই মার্কিন গোয়েন্দা সূত্রে পাওয়া । এমনিতে কোনো খবরই উত্তর কোরিয়ার বাইরে বেরোয় না । তাই এই মুহূর্তে তার শরীর কেমন সেটাও পুরোপুরি পাওয়া যায়নি ।

কিন্তু দক্ষিণ কোরিয়ার এক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে যে কিম জুং উন যে হসপিটালে ভর্তি আছেন সেটা খুব অ্যাডভান্সড হাসপাতাল , আর ওখানে শুধু মাত্র কিন্ জুং উন ও তার পরিবারের ছাড়া আর কারো চিকিৎসা হয় না ।

আরো পড়ুন :- হাতের মুঠোয় চিড়িয়াখানা , এখন ঘরে বসেই নিতে পারবেন চিড়িয়াখানার আনন্দ

ওই হাসপাতাল টি উত্তর কোরিয়ার সবথেকে ভালো হাসপাতাল হার্ট-ৱ জন্য । দেশের সবথেকে সেরা ডাক্তার ওখানে আছেন ।

হাসপাতালটির নাম হলো হ্যাং সান । এটি রাজধানী পিয়ংইয়ং থেকে দেড়শো কিমি দূরে৷ ১৯৯৪ সালে তৈরি করা হয় হাসপাতালটি৷ কিম জং উনের পিতামহ কিম জং ইলের মৃত্যুর পরে । মৃত্যুর সময় তিনি ওই হসপিটালেই ছিলেন । তাই কিন্ জুং উনের বিশ্বাস যে তিনি ওই হসপিটালে থাকলে তার দাদু তাকে রক্ষা করবেন । আর তা ছাড়া এটা যেহেতু রাজধানী থেকে অনেকটাই দূরে তাই অন্য কেউ তার ও তার পরিবারের গতিবিধির উপরে অতটা নজর রাখতে পারবেন না ।

আরো পড়ুন :- স্বাদ-ঘ্রান শক্তি হারাচ্ছেন করোনা রোগীরা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন