মেন্টাল হেল্থ নিয়ে WHO এর ডিরেক্টর জেনারেলের সাথে মিটিং পিছিয়ে গেলো

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস : – করোনা নিয়ে সারা বিশ্ব এখন প্রচুর পরিমানে ব্যাস্ত , ব্যাস্ত সমস্ত দেশের প্রেসিডেন্ট, প্রধান মন্ত্রী , মুখ্যমন্ত্রী , পুরো প্রধান , পর কর্মী , ডাক্তার , স্বাস্থ্যা কর্মী । সবাই এই মহামারীকে কোনো মোতে আটকাতে চান , দেরিয়া আসতে চান এই দুরাবস্থা থেকে ।

সবাই গৃহ বন্দি হয়ে আছেন । সবার সাথে সাথে যারা রুপোলি জগতের মানুষ তারাও গৃহ বন্দি । আর মধ্যেই একটা খবরে সারা দেশে তথা বিশ্ব জুড়ে সারা পরে গিয়েছিলো যে দীপিকা পাডুকোন তিনি নাকি WHO-র ডিরেক্টর জেনারেল “Dr Tedros Adhanom Ghebreyesus” সাথে তার একটা বিশেষ বৈঠক আছে যার বিষয় হলো মেন্টাল হেলথ । এই ঘটনা চাউর হবার সাথে সাথে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে দীপিকা পাডুকোন কে আক্রমণ করা হয় । নেটিজেনরা তাকে প্রচুর কেউ মন্তব্য পর্যন্ত করেন । তবে সেসব নিয়ে দীপিকা পাডুকোন কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি ।

আরো পড়ুন :- কফি না করে দেবার জন্য এতো বড় শাস্তি ? স্বপ্নেও কেউ ভাবেনি

তবে এই মুহূর্তে WHO -র সাথে বৈঠক এই মুহূর্তে পিছিয়ে গেলো । তিনি নিজে এক চিঠিতে জানিয়েছেন যে ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে WHO -র সাথে এই মুহূর্তে যে বৈঠকে হবার কথা ছিল মেন্টাল হেলথ নিয়ে তা এই মুহূর্তে বন্ধ , কবে হবে তা আগে থেকে জানানো হবে ‘।

আরো পড়ুন : – হ্যাং সান হসপিটালে শুধু মাত্র কিম জং উনেরই চিকিৎসা হয়

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন