অবসান হলো হাত পা বেঁধে চাবুক , লাঠি বা রড দিয়ে মারা সৌদি আরবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News Dunia, সমরেশ দাস : – সৌদি আরব নাম তা শুনলেই যেরকম ভালো লাগে । চারিদিকে মরুভূমি , পয়সা , তেলের খনি , ঝাঁচকচকে বাড়ি , সমুদ্র সৈকত , সুন্দরী নারী ঠিক তেমনি তাদের শাস্তির কথা শুনলেই ঠান্ডা হয়ে যায় সারা শরীর ।

সেখানে এতো দিন একটি শাস্তি ছিল যে যদি কেউ যদি প্রকাশ্যে কোনো নেশা করেন , মহিলাদের হেনস্থা করেন বা বিবাহ বহির্ভূত যৌনসঙ্গমে লিপ্ত হন তাহলে তাকে হাত পা বেঁধে খুঁটির সাথে বেঁধে প্রকাশ্যে তাকে চাবুক , লাঠি বা রড দিয়ে মারা হতো । আবার এই শাস্তির সমাপ্ত হলো । সেখানে অপরাধ মূলক শাস্তির মধ্যে এই শাস্তি কে বাদ দেওয়া হলো ।

আরো পড়ুন :- মুক্তি পেলো হলিউড ছবি এক্সট্রাকশন

আজকে অর্থাৎ শনিবার ওখানের সুপ্রিম কোর্টের জেনারেল কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে কাউকে বেঁধে মারের চেয়ে তাকে হাজত বাস বা জরিমানা কিংবা ডেকার হলে দুটোই করা যেতে পারে । রাজা সলমন ও ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের নির্দেশে মানবাধিকারের সংস্কারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

বিশ্বর একাধিক মানবিধকার সংগঠন তাদের এই সিদ্ধান্তে খুব খুশি ও সাধুবাদ জানিয়েছেন । তবে সৌদি আরবে অন্যান শাস্তির মধ্যে যেরকম চুরি করলে অঙ্গচ্ছেদ , খুন বা সন্ত্রাস জাতীয় কোনো কাজ করলে আর যদি প্রমাণিত হয় তাহলে প্রকাশ্যে মাথা কেটে দেওয়া সেগুলো কিন্তু বহাল থাকছে ।

আরো পড়ুন :- লক ডাউনের মধ্যেই উষ্ণতা ভরা ছবি পোস্ট করে ভাইরাল ” কৌশানি “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন