ফেসবুক নিয়ে এলো মেসেঞ্জার রুম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :- ভিডিও কনফারেন্সিং এর জন্য ফেসবুক নিয়ে এলো মেসেঞ্জার  রুম। যেখানে জনপ্রিয় অ্যাপ  জুমের মতো থাকছে একাধিক জনের সাথে ভিডিও কনফারেন্সিং করার সুবিধা । শুক্রবার এই ফিচারের উন্মোচন করলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ

একসাথে প্রায় ৫০ জন ফেইসবুক ব্যবহারকারী এই ভিডিও কনফারেন্সিং করতে পারবেন। তাছাড়া এই ভিডিও কনফারেন্সিং এর লিংক নিজের ফেইসবুক পেজ কিংবা ওয়ালে শেয়ার করে অন্যদেরকেও যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছে এটি। আশা করা হচ্ছে অন্যান্য দেশের মানুষেরা খুব শীঘ্রই এই সুবিধা পাবেন।

আরো পড়ুন :- জুমের বিকল্প হিসেবে এলো নমস্তে

জুমের মতো জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার পরে হোয়াটস্যাপ কিংবা ফেসবুকে ভয়েস কল কিংবা  ভিডিও কলের  ব্যবহার বেড়ে গিয়েছিলো গৃহবন্দী মানুষের। প্রায় ৭০০ মিলিয়ন মানুষ প্রতিদিন ভয়েস কিংবা ভিডিও কলের  পরিষেবা ব্যবহার করেছিলেন ।  এই অবস্থায় ফেসবুকের এই ফীচার তাদের কাছে যথেষ্ট উপভোগ্য হবে বলেই মনে হচ্ছে। এর সাথে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যাও আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে মানুষ এখন বাইরে সোশ্যাল ডিস্ট্যানসিং মেনে চলতে বাধ্য হচ্ছে।এইরকম ভয়াবহ পরিস্থিতিতে  এই সুবিধা নিঃসন্দেহে দূরে থাকা মানুষগুলির মধ্যে মানসিক  ডিস্ট্যানসিং কমিয়ে আনবে যা গৃহবন্দী আতংকিত মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে।

আরো পড়ুন :- মাস্ক পরেও আপনাকে চিনবে ফোন

মাইক্রোসফট টিমস, গুগল ডুয়ো ,হ্যাংআউট এর মতো বহুল  জনপ্রিয় ভিডিও অ্যাপ যাদের জনপ্রিয়তা জুম বন্ধ হয়ে যাওয়ার পরে বৃদ্ধি পেয়েছে ,সেই সব অ্যাপকে এই ফীচার টেক্কা দিতে পারে কিনা সেটা সময়ের সাথে মানুষের ব্যবহার করার  পরিমানের উপর নির্ভর করবে। ফেইসবুক এমনিতেই সোশ্যাল মিডিয়া হিসেবে  অনেকদিন ধরেই খুব জনপ্রিয়তা লাভ করেছে।  কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মতো ক্ষেত্রে বেশিরভাগ মানুষ জুমের মতো অ্যাপের উপরে নির্ভর বেশি করতো। জুম বন্ধ হয়ে যাওয়ার পরে ফেসবুকের এই নতুন ফীচার সোশ্যাল জনপ্রিয়তা যে আরো কয়েক গুন  বাড়িয়ে দিলো তাতে সন্দেহ নেই।

আরো পড়ুন :- টেকের জগতে গুগলের স্মার্ট ডেবিট কার্ড

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন