খাদের কিনারায় অর্থনীতি , এই সপ্তাহের চিন্তিত ব্যাঙ্গচিত্র

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bBangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সারা বিশ্বজুড়ে চলছে করোনা মহামারীর ত্রাস। বহু মানুষের জীবন বিপন্ন। করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের বহু দেশে চলছে টানা লকডাউন। সেই লকডাউনের ফাঁসে পরে গেছে অর্থনীতি। টানা এক মাসের বেশি স্তব্দ হয়ে আছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ। বন্ধ শিল্প , কলকারখানা ও দোকানপাট। উৎপাদন বন্ধ জুট মিল থেকে চা বাগান গুলিতেও। এর ফলে রোজ লোকসান হচ্ছে হাজার হাজার কোটি টাকার। খাদের কিনারায় সারা বিশ্বের অর্থনীতি।

উলেখ্য বিভিন্ন সংস্থার রিপোর্ট বলছে , ভারতের বৃদ্ধির হার এই বছর হতে পারে ১.৯ শতাংশ। অন্যান্য উন্নত দেশের অর্থনৈতিক বৃদ্ধি নেগেটিভ হতে পারে। তবে আসার খবর এই যে করোনা পরবর্তী সময় সামনের বছর অর্থনীতি একটু উঠে দাঁড়াতে পারে। তবে তার আগে এই ২০২০ তে অনেক কঠিন সময় পার করতে হবে। বিশ্বের ৪০ কোটি মানুষ চলে যেতে পারে দারিদ্রতার অন্ধ কারে। বেকার হয়ে যাবে প্রায় কয়েক কোটি মানুষ। ভারত সরকার প্যাকেজ দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করছে অর্থনীতি। কিন্তু তা কতটা ফলপ্রসূ হবে সময় বলে দেবে।

আরো পড়ুন :- বিসিসিআই–আইসিসি দ্বন্দ্ব চরমে

রাষ্ট্র সংঘ বলছে বেশি ক্ষতি হবে উন্নয়নশীল দেশ গুলির। অনেক পিছিয়ে অন্ধকারে চলে যাবে গরিব রাষ্ট্রগুলি। অনাহার থেকে অনাটন সব কষ্টই প্রকট হবে করোনা পরবর্তী পৃথিবীতে। কিন্তু মিলিত লড়াই করে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। রাস্তা দেখাচ্ছে ভারতের ১৩০ কোটি কিন্তু করোনা থেকে মুক্তি কবে? মহাবিপদ মানব জাতির সামনে। তবে মুক্তির রাস্তা বার করবে সবচেয়ে বুদ্ধিমান জীব।

আরো পড়ুন :- বাতিল আই লীগের বাকি ম্যাচ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন