কিম জং উন জীবিত ! জানালো দক্ষিণ কোরিয়া

By Bangla news dunia Desk

Published on:

bBangla News Dunia, অজয় দাস :- গত কয়েকদিন ধরেই কিম জং উন এর মৃতের খবর সারা বিশ্বে ছড়িয়ে পরে। তার পরই শুরু হয় জল্পনা। হংকং টিভির একটি খবরে জানানো হয় কিম মৃত। এই খবরের পর জল্পনা আরো বাড়ে। কিন্তু দক্ষিণ কোরিয়া দাবি করে কিম এখনো জীবিত।

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিং ইল সংহের জন্মবার্ষিকী উপলক্ষে কিম জং উনের অনুপস্থিতি তার মৃতের জল্পনা বাড়িয়ে দেয়। এর ছয় বছর আগেও হঠাৎ উধাও হয়ে গেছিলেন কিম জং উন। প্রায় দেড় মাস তিনি উধাও ছিলেন। তখন ও এমনটাই রটেছিল সারা বিশ্বে। কিন্তু পরে জানা যায় তার কব্জিতে আস্ত পাচারের কারণে তিনি মানুষের সামনে আসেননি।

আরো পড়ুন :- এ যেন হিন্দি সিনেমা , বাবাকে খুন করার পরে তাঁর গোপনাঙ্গ কুচি কুচি করে কাটলো ছেলে

কিন্তু এবার দক্ষিণ কোরিয়ার সরকার তরফ থেকে জানানো হয় কিম সুস্থ আছেন এবং বেঁচে ও আছেন। দক্ষিণ কোরিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয় তিনি গত ১৩ এপ্রিল থেকে ওনসনে রয়েছেন। তবে সূত্রের খবর দক্ষিণ কোরিয়াও যে কিমের সুস্থতা নিয়ে একশো শতাংশ  নিশ্চিত তা বলা যাবে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিমের মৃত্যুর খবরকে নাকোচ করে দিয়েছে। তবে তিনি কিম কেমন আছেন তা বলেননি , আর কিমের সাথে তার শেষ কবে কথা হয়েছে তা ও জানান নি। তবে মার্কিন গোয়েন্দা সূত্রে জানা যায় ২১ থেকে ২৩ শে এপ্রিল পর্যন্ত উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সৈকত শহরে একটি স্টেশনে দাঁড়িয়ে আছে কিমের নিজস্ব ট্রেন। তার মার্কিন গোয়েন্দাদের দাবি কিম যে মৃত তা বলা যাচ্ছে না। সে হয়তো ছুটিতে আছেন বা কোথাও চিকিৎসার জন্য ওই শহরে গেছেন।

আরো পড়ুন :- লকডাউনের ফলে ৪ কোটি মানুষের হাতে না থাকতে পারে মোবাইল

                                             Highlights:  

  • জীবিত কিম জং উন 
  • দক্ষিণ কোরিয়া জানালো 
  • উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সৈকত শহরে একটি স্টেশনে দাঁড়িয়ে আছে কিমের নিজস্ব ট্রেন
  • দক্ষিণ কোরিয়ার সরকার জানায় কিম জীবিত ও সুস্থ 
  • কিমের মৃত্যুর খবর আগেই নাকোচ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

Bangla news dunia Desk

মন্তব্য করুন