BBangla News Dunia, শারদীয়া রায় :- হোয়াটসঅ্যাপের ভিডিও কলে এলো নতুন সুবিধা। সামাজিক জনপ্রিয় মাধ্যম হোয়াটস্যাপে আগে থেকেই ভিডিও কলের সুবিধা ছিল। তবে আগে যেখানে শুধুমাত্র ৪ জন একসাথে ভিডিও কল করতে পারতো এখন ৮ জন একসাথে ভিডিও কলের পরিষেবা উপভোগ করতে পারবে। এটি হোয়াটস্যাপ ব্যবহারকারীদের জন্য নিঃসন্দেহে সুসংবাদ।
I'm very excited for this. We'll be rolling out to users on Android and iPhone next week. https://t.co/jNZCBs6EZE
— Will Cathcart (@wcathcart) April 24, 2020
সম্প্রতি বিটা ভার্শনে এসেছে এই নতুন সুবিধা যেখানে একসাথে ৮ জন ভিডিও করে যোগ দিতে পারবেন। হোয়াটস্যাপের প্রধান উইল ক্যাথকার্ট এক টুইট বার্তায় জানিয়েছেন যে আগামী সপ্তাহের মধ্যে সমস্ত আইফোন ও অ্যানড্রয়েড গ্রাহকরা উপভোগ করতে পারবেন এই পরিষেবা । আগামী সপ্তাহ থেকে সব হোয়াটস্যাপ গ্রাহক । সম্প্রতি ফেসবুকের প্রধান মার্ক জুকেরবার্গ এক পোস্টে এই কথা জানিয়েছেন।
আরো পড়ুন :- হোয়াটস্যাপে পরিষেবা শুরু জিওমার্টের
প্রায় ৭০ কোটি গ্রাহক নিয়মিতভাবে ব্যবহার করেন হোয়াটস্যাপ এবং ফেসবুকের মেসেঞ্জার পরিষেবা। কিছুদিন আগে ফেইসবুক নিয়ে এসেছিলো মেসেঞ্জার রুম যাতে একসাথে ৫০ জন একসাথে ভিডিও কলের সুবিধা উপভোগ করতে পারবে। ভিডিওকলে ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার গ্রাহকদের যোগ দেওয়ার ব্যবস্থা থাকবে। এমনকি যাদের ফেইসবুক একাউন্ট নেই তারাও আমন্ত্রণকারীর লিংক দিয়ে এই ভিডিও কলে যুক্ত হতে পারবেন। জনপ্রিয় ভিডিও কলিং অযাপ জুম বন্ধ হয়ে যাওয়ার পরে অন্যান্য এপ্লিকেশন গুলোর ব্যবহার আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সাথে নতুন ফিচার আসার ফলে জুমের বিকল্প হিসেবে এইসব আপের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
আরো পড়ুন :- ফেসবুক নিয়ে এলো মেসেঞ্জার রুম
Highlights
- একসাথে ৮ জনের সাথে করা যাবে ভিডিও কল
- সম্পত্তি বিটা ভার্শনে পাওয়া যাবে এই সুবিধা
- মেসেন্জার এর আগে এনেছিল মেসেন্জার রুম
# হোয়াটস্যাপ । # ফেইসবুক মেসেঞ্জার । #টেক