ভারতে আটকে পড়া তার দেশের লোকেদের ফেরাতে বিশেষ বিমান পাঠাচ্ছে বাংলাদেশ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , সমরেশ দাস : – করোনার কারণে বহু দেশের লোক বহু ভিন দেশে বা ভিন রাজ্যে আটকে পড়েছেন । যেমন অনেক পরিযায়ী শ্রমিক একটা পড়েছেন অন্য রাজ্যে । ঠিক সেই রকম প্রচুর মানুষ আটকে পড়েছেন অনেক দেশে ।

ঠিক সেরকম লকডাউনের জন্য বাংলাদেশের বহু নাগরিক আটকে পড়েছেন ভারতবর্ষে । আর আগেই বাংলাদেশ সরকার বলেছিলেন যে লকডাউন কাটলেই তারা তাদের দেশের লোকেদের ফিরিয়ে নেবেন । ততদিন পর্যন্ত্য তারা বলেছিলেন যে তাদের নাগরিকদের কোনো রোমকম কোনো অসুবিধা হবে না । তাই সেই কথা মতো এবারে তারা তৎপর হলেন । বাংলাদেশ সরকারের তরফথেকে জানানো হয়েছে যে

আরো পড়ুন :- প্লাজমা ডোনেট করবেন কণিকা

কলকাতা ও দিল্লিতে তারা বিমান পাঠাবেন বলে জানিয়েছেন । ১লা মে কলকাতা ও ২রা মে তে দিল্লিতে তারা বিমান পাঠাবেন সেখান থেকে আটকে পড়া সবাই কে নিয়ে আসার জন্য । মুম্বাই তেওঁ ৩রা মে একটি বিশেষ বিমান তারা পাঠাবেন বলে জানিয়েছেন । কিন্তু প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতা মূলক বলে তারা জানিয়েছেন । তারা আরো বলেছেন যে বাংলাদেশ এ পৌঁছে সবাই কে ১৪ দিন হোম কোয়ারান্টিনে রাখবেন ।

আরো পড়ুন :- লকডাউন , করোনা ভয়ে যৌন্কর্মীরা বেঁচে নিচ্ছেন অন্য রোজগারের পথ

বাংলাদেশ সরকারের এই তৎপরতায় তার দেশের মানুষ রা খুব খুশি হয়েছেন এবং তারা শুধু দিন গুনছেন যে  কবে আসবে তাদের বাড়ি ফেরার সময় ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন