Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- হিন্দু ধর্মে শাস্ত্র মতে সপ্তাহের ৭টি দিনের পৃথক পৃথক দেবতা রয়েছে। নির্দিষ্ট দিনে সেই দিনের অধিপতি দেবতার পুজো ও গ্রহদোষ থেকে মুক্তির উপায় করলে একাধিক সমস্যার সমাধান হয়। যেমন শনিবারের অধিপতি দেবতা শনি। এই দিনে শনির আরাধনা করলে একাধিক দোষ দূর হয়। শাস্ত্র মতে শনিবার নির্দিষ্ট কিছু জিনিস কিনলে শনিদেব রেগে যান। ফলে তাঁর অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হয়। এমন কিছু জিনিসের উল্লেখ করা হল, যা ভুলেও শনিবার কিনবেন না।
আরো পড়ুন :- বহু বছর পর সৃষ্টি হয়েছে বিরল কেদার রাজযোগ ! বিশেষ ভাবে লাভবান হবে ৫টি রাশি
শাস্ত্র মতে শনিবার ভুলেও সর্ষের তেল কেনা উচিত নয়। এমন করলে জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় ব্যক্তি, পাশাপাশি নানান সমস্যায় তাঁদের জীবন ঘিরে যায়। এর প্রভাবে রোগভোগ লেগেই থাকবে।
লোহা শনির ধাতু। এই দিনে লোহার তৈরি জিনিস কেনা উচিত নয়। মনে করা হয় শনিবার লোহার জিনিস কিনলে শনি রেগে যান।
শনিবার ভুলেও গোটা বিউলির ডাল কিনবেন না। এই দিনে বিউলির ডাল কেনার পরিবর্তে দান করা অত্যধিক শুভ।
এই দিনে কয়লা কেনাও অত্যন্ত অশুভ। প্রচলিত ধারণা অনুযায়ী এ দিন কয়লা কিনলে শনির দোষ লাগে।
কয়লা ছাড়াও কাজল শনিবার কেনা উচিত নয়। এর ফলে শনি রেগে যান।
শাস্ত্র মতে শনিবার কখনও কালো কাপড় কিনবেন না। তবে শনিবার কালো কাপড় পরা শুভ।
শনিবার নুন কিনলে পরিবারের ঋণের বোঝা বাড়তে থাকে। পাশাপাশি ব্যক্তির আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
আরো পড়ুন :– আর্থিক সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি চান ? মেনে চলুন কিছু উপায়
আরো পড়ুন :- জানুন কোন রাশির দাম্পত্য ও প্রেম জীবনে সুখ আসবে ? আর কাদের প্রেম ও সংসার তেমন সুখের হবে না?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)