Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- জ্যোতিষ শাস্ত্রে, সেনাপতি মঙ্গলকে আগুনের কারক বলা হয়েছে। মঙ্গল ১০ মে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং ১ জুলাই পর্যন্ত সেখানে থাকবে। এই সময়ে বিশেষ ষড়ষ্টক যোগ তৈরি হবে। এই গোচর ৫টি রাশির জীবনে প্রভাব ফেলতে চলেছে। দেখে নিন, সেই ৫ রাশি সম্পর্কে বিশেষ তথ্য —-
আরো পড়ুন :- আসন্ন বুদ্ধ পূর্ণিমায় হতে চলেছে চন্দ্রগ্রহণ, ভাগ্য খুলবে বেশ কিছু রাশির
মিথুন রাশি :- এই রাশির জন্য মঙ্গল গ্রহের গমন শুভ হবে। মঙ্গলের ট্রানজিট কিছু সমস্যাও ডেকে আনতে পারে। সম্পত্তি নিয়ে কোনও বিবাদ থাকলে তা আরও গভীর হতে পারে। এই সময়ে আপনি আদালতের মামলা নিয়ে ব্যস্ত থাকতে পারেন। আপনাকে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পরিকল্পনা করলে কাজ করলে উপকার পেতে পারেন।
সিংহ রাশি :- এই রাশির জন্য মঙ্গল গ্রহ এখন দ্বাদশ ঘরে যাবে। এই দুর্বল রাশিতে মঙ্গল গমন আপনার ব্যয় বৃদ্ধি করতে পারে। এই সময়ে আপনাকে অপ্রয়োজনীয় ভ্রমণ করতে হতে পারে। মানসিক চাপ বাড়বে এবং আপনি আপনার মায়ের স্বাস্থ্য নিয়েও চিন্তিত থাকবেন।। হাতে টাকা আসতে পারে।
তুলা রাশি :- এই রাশির হাতে আসতে পারে টাকা। মঙ্গলের প্রভাবে তাঁদের সময় ভালো যাবে। কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু সার্বিক ভাবে জীবনে উন্নতি হবে। বিশেষ করে পেশার ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন সুযোগ এসে যেতে পারে এই সময়ে।
ধনু রাশি :- এই রাশির জন্য মঙ্গল গ্রহের প্রভাব এখন অষ্টম ঘরে ঘটবে। এই ঘরে মঙ্গল গ্রহের গমন এমনিতে শুভ বলে মনে করা হয় না। আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। যাদের রক্তের কোনও রোগ আছে, তাঁরা এই সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে থাকুন।
মীন রাশি :- এই রাশির জন্য মঙ্গলের প্রভাব শুভ হতে পারে। তাঁদের সময় ভালো যাবে। কেউ কেউ শরীর নিয়ে একটু ভুগতে পারেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে কিছু সুবিধা পেতে পারেন।
আরো পড়ুন :- শনি ও শুক্রের যুতিতে তৈরি হতে চলেছে নবপঞ্চম যোগ, বিশেষ ভাবে লাভবান হবে বেশ কিছু রাশি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত কোন কঠিন সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন….
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া। (নিজ বাসভবন)
প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
বুকিং নাম্বার – 9093476035 , 8906174912
(নাম বুকিং করার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ পর্যন্ত।)
বিঃদ্রঃ – প্রতিদিন ২০ জনের বেশি ভক্ত দেখা হয় না