পড়ুন ভগবান ‘শ্রী কৃষ্ণের অমৃতবানী’ ! বদলে যাবে আপনার সামগ্রিক জীবন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : ভারতীয় ধর্মগ্রন্থ গীতার জীবন ব্যাখ্যায় বহু কাল ধরে নিজেকে খুঁজেছে মানুষ। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ আর অর্জুনের কথোপকথন নিয়ে উৎসাহ ছিল সব কালেই। শত্রু শিবিরে ভাই, পিতা-আত্মীয়দের দেখে কর্তব্য-বুদ্ধি হারিয়ে ফেলা অর্জুনকে উপদেশ দিচ্ছেন শ্রীকৃষ্ণ। জীবনে চলার পথ দেখাচ্ছেন।। আজও মানুষের জিজ্ঞাসা মেটাচ্ছে গীতার কথা, উপদেশ। এর বাণী প্রেরণা যোগায় এখনও। জীবনের জটিল পথ পেরতে সাহায্য করে। পড়ুন গীতার প্রধান প্রধান উপদেশের তালিকা —-

আরও পড়ুন : মহিলাদের ‘ব্যাংক একাউন্টে’ টাকা পাঠাবে মোদী সরকার !

১) অগ্নি, জল, বায়ু, পৃথ্বী এবং ব্যোম – এই পঞ্চভূতে বা উপাদানে তৈরি আমাদের রক্তমাংসের শরীর। এর ক্ষয় হয়। শরীর অর্ন্তভূত আত্মা। যার কোনও ক্ষয় নেই। শরীরের মৃত্যু হয়। আত্মা অমর।

২) গীতার বহু আলোচিত শ্লোক ‘কর্মেণ্য বাধিকরস্তে মা ফলেষু কদাচন।’ অর্থাৎ কর্ম করে যাও, ফলের কথা ভেব না। ফলের আশা না করে কাজ করে যাওয়া।

৩) যা হয় ভালোর জন্য :- অতীত নিয়ে দুঃখ করার কিছু নেই। ভবিষ্যৎ নিয়েও অহেতুক চিন্তা নয়। নির্দিষ্ট সময়ে ভালো থাকায় নজর দিতে হবে। যা ঘটছে সেটা ভালোর জন্যই।

৪) ধ্যান করলে মানুষের উপকার হয়। নিরলস সাধনা অন্তরে শান্তি দেয়। ইচ্ছাশক্তি বাড়ে। জীবনের লক্ষ্যের প্রতি একাগ্রতা আনে।

৫) আক্ষরিক অর্থেই খালি হাতে। কিন্তু কোনও একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রতিটা মানুষ পৃথিবীতে এসেছে। সেই লক্ষ্য খুঁজে পেতে হবে। মূল নীতিগুলি মনে রাখতে হবে।

৬) জড়-জীব সবকিছুরই নির্দিষ্ট জীবনচক্র আছে। কোনও কিছুই স্থায়ী বা অমর নয়।

আরও পড়ুন : মোদীর লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর !

৭) একমাত্র সময় স্থির। বাকি সব পরিবর্তনশীল। সময়ের সঙ্গে মানুষ বদলায়। সমাজের বিকাশ হয়। একমাত্র পরিবর্তন সত্য।

৮)  ঈশ্বরকে হৃদয়ে রেখে কাজ করে যেতে হবে। ঈশ্বর ভাবনাই মনে শান্তি আনে। তৃপ্তি দেয়।

৯) সত্য কখনও বদলায় না। যাই করি না কেন সেটা মানুষের বা সমাজের উপকারে লাগুক। #End

আরও পড়ুন : মমতার সব খেলা বন্ধ করব ! হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

আরও পড়ুন : নগদহীন হয়ে ভারতের অর্থনীতি ! টাকা থাকবে না বাজারে ?

আরও পড়ুন : প্রচুর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার !

আরও পড়ুন : বদলে যাচ্ছে সিলেবাস ! ইঙ্গিত পর্ষদের

আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন

 

আরও পড়ুন : কিভাবে চিনবেন আপনার প্রকৃত বন্ধুকে ? পড়ুন চানক্য নীতি

আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

আরও পড়ুন : পৃথিবী জুড়ে ভয়াবহ জলবায়ু পরিবর্তন ! ধ্বংসের মুখে মানবজাতি

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- BIG NEWS: এবার আধার-রেশন কার্ড লিঙ্ক করা যাবে, সম্পূর্ণ বিনামূল্যে

আরও পড়ুন : শুনতে পারবেন না মামলা ! মহাবিপদে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন : মমতাকে নিয়ে কোনো মন্তব্য করবো না ! বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন