প্রয়াত অভিনেতা ইরফান খান

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :-  মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। গতকাল কোলনের ব্যাথার কারণে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ICU তে ভর্তি ছিলেন তিনি। কাল তার সরকারি মুখপাত্র জানিয়েছিলেন যে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে।তিনি সুস্থ আছেন বলেও তার ভক্তদের আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো  না। বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে তার মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে বিবৃতি প্রকাশ করা হয়েছিল।

আরো পড়ুন :- জোড়া লাগছে ইমরান খানের সংসার

বলিউডের অন্যতম নামী অভিনেতা হিসাবে তার পদমর্যাদা থাকা সত্ত্বেও, তিনি  বিনয়ের এবং নিষ্ঠার জন্য খ্যাতি অর্জন করেছিলেন এবং তাঁর মৃত্যুর সংবাদটি ভারতবাসীকে শোকস্তব্ধ করে দিয়েছে। বিশ্বজুড়ে অভিনেতা, অনুরাগী এবং রাজনীতিবিদরা  তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। লক ডাউনের জন্য  তার শেষকৃত্যে উপস্থিত থাকতে পারে নি বলিউড। তবে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রিয় অভিনেতার প্রতি তাদের শেষ শ্রদ্ধার্ঘ্য।

সহকর্মী বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন বলেছেন তার  মৃত্যু একটি বিশাল শূন্যতা তৈরী করে গেলো । তিনি  টুইট করেছেন। “একটি অবিশ্বাস্য প্রতিভা, একজন অনুগ্রাহী সহকর্মী, সিনেমা জগতের একটি দুর্দান্ত অবদানকারী … খুব শীঘ্রই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন,”

https://twitter.com/ShoojitSircar/status/1255377784773410818?s=20

শোক প্রকাশ করেছেন তার প্রিয় বন্ধু তথা পরিচালক সুজিত সরকার। এক বার্তায় তিনি লিখছেন যে বলিউডের অন্যতম বলশালী অভিনেতার মৃত্যুতে বিশাল ক্ষতি হয়ে গেলো।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যেই ইরফান খানের মৃত্যু সিনেমা ও নাটকের জগতের ক্ষতি। বিভিন্ন মাধ্যম জুড়ে তাঁর বহুমুখী অভিনয়ের জন্য তাকে স্মরণ করা হবে। তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তার টুইটে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল  টুইটারে শোক প্রকাশ বলেছেন যে ভারত এই সময়ের সবচেয়ে ব্যতিক্রমী অভিনেতাকে হারিয়ে ফেললো।

আরো পড়ুন :- প্রয়াত হলেন টম এন্ড জেরির নির্মাতা

স্লামডগ মিলিয়নেয়ারে পুলিশ ইন্সপেক্টর হিসাবে ইংলিশভাষী শ্রোতাদের কাছে তিনি বেশ পরিচিত  অর্জন করেছিলেন। এছাড়া  জুরাসিক ওয়ার্ল্ড , অ্যান্ড লাইফ অফ পাইয়ে তাঁর  অভিনয়  দর্শকদের মুগ্ধ করেছিল।  হায়দার, পিকু এবং হিন্দি মিডিয়ামের মতো পুরস্কার প্রাপ্ত ছবিতে তিনি  অভিনয় করেছিলেন। ২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে ‘পিকু’ ছবির অন্যতম এই অভিনেতার। বিদেশে গিয়ে চিকিৎসা করানোর পরে কিছুটা সুস্থ হয়েছিলেন । সম্প্রতি  মুক্তি পেয়েছিলো তার সর্বশেষ ছবি আংরেজি মিডিয়াম।  তবে অসুস্থ থাকার কারণে প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারেন নি।  কিছুদিন আগে লক ডাউনের কারণে মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেন নি। তবে সংবাদমাধ্যমের দাবি যে অসুস্থতার জন্যই জয়পুরে মায়ের শেষ কাজে থাকতে পারেন নি।

Highlights 

  • মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর 
  • মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন 

 

  • শোকস্তব্ধ গোটা বলিউড এবং রাজনীতিবিদেরা টুইটে শোক প্রকাশ করেছেন 
  • অসুস্থতার কারণে মায়ের শেষকৃত্যেও যেতে পারেন নি।

 

# বিনোদন# বলিউড 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন