আসন্ন লোকসভার সেমিফাইনাল ! কোথায় দাঁড়িয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : কর্ণাটকে ১৩৫ আসন দখলে রেখে বিজেপিকে বড়সড় মাত দিয়ে এগিয়ে গিয়েছে কংগ্রেস। বছর ঘুরলেই ২০২৪ লোকসভা ভোট। ২০২৩ মে মাসের পর থেকে এখনও ৯ রাজ্যে বিধানসভা ভোট হওয়া বাকি। তারমধ্যে ৩ টি রাজ্যে সরকারে বিজেপি ও ২ টি রাজ্যে কংগ্রেস। এই জায়গা থেকে আসন্ন দিনে ধুন্ধুমার ভোট যুদ্ধ একনজরে।

আরও পড়ুন : বিজেপিতে যোগদান সংখ্যালঘুদের !

আসন্ন ২০২৩ ও ২০২৪ সালে যে রাজ্যগুলিতে বিধানসভা ভোট আসছে, সেগুলি হল- মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, মিজোরাম, ওড়িশা, সিকিম। এদের মধ্যে কংগ্রেসের দখলে ছত্তিশগড় ও রাজস্থান। খেলা কোনদিকে যেতে পারে, তার দিকে তাকিয়ে গোটা দেশ।

মধ্যপ্রদেশ ও অরুণাচল – মধ্যপ্রদেশে বিজেপির দখলে ১২৭ আসন, কংগ্রেসের দখলে ৯৬। ফলে কাঁটে কি টক্কর সেখানে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালের ভোটে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, শেষমেশ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন বিজেপির শিবরাজ। , অরুণাচল প্রদেশে ২০১৯ সালে ভোট হয়েছে। সেখানে ৬০ এর মধ্যে ৪৩ আসনে দখলে রেখেছে বিজেপি।

রাজস্থান ও ছত্তিশগড় – ৯০ আসনের ছত্তিশগড়ে ২০১৮ সালের ভোট জিতে মসনদে বসেন কংগ্রেসের ভূপেশ বাঘেল। কংগ্রেসের দখলে সেবারের ভোটে ছিল ৬৮ আসন। এদিকে, রাজস্থানে কংগ্রেসের মাথাব্যথা মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের সঙ্গে কংগ্রেস নেতা সচিন পাইলটের সংঘাত। এদিকে, বিজেপির মুখ সেরাজ্যে বসুন্ধরা রাজে।

আরও পড়ুন : কর্নাটকের জোর ধাক্কা ! লোকসভার আগে রক্তচাপ বাড়ল মোদীর

অন্ধ্র, মিজোরাম, তেলাঙ্গানার পরিস্থিতি- উল্লেখ্য, মিজোরামে ৪০ আসনের মিজোরাম ভোটে মিজো ন্যাশনাল ফ্রন্ট জেতে ২৬ আসন। এরপরই ৫ আসন দখলে রাখে কংগ্রেস। ২০১৯ সালে অন্ধ্রে ভোট হয়। ১৭৫ আসনের বিধানসভায় সেরাজ্যে ১৫১ আসন নিয়ে মসনদে বসে ওয়াই এসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি। এরপরই রয়েছে টিডিপি। এই রাজ্যে ব্যর্থ হয়েছে কংগ্রেস ও বিজেপি। এদিকে. তেলাঙ্গানায় ১১৯ আসনের বিধানসভা ভোটে ২০১৮ সালে টিআরএস পেয়েছে ৮৮ টি , কংগ্রেসে ১৯ টি ও বিজেপি ১ টি আসন।#End

আরও পড়ুন : বাংলায় ১০০ CBI অফিসার ! প্রবল চাপে মমতা

আরও পড়ুন : মহিলাদের ‘ব্যাংক একাউন্টে’ টাকা পাঠাবে মোদী সরকার !

আরও পড়ুন : মমতার সব খেলা বন্ধ করব ! হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

আরও পড়ুন : দুর্নীতির সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় !

আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন

আরও পড়ুন : কিভাবে চিনবেন আপনার প্রকৃত বন্ধুকে ? পড়ুন চানক্য নীতি

আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

আরও পড়ুন : পৃথিবী জুড়ে ভয়াবহ জলবায়ু পরিবর্তন ! ধ্বংসের মুখে মানবজাতি

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- BIG NEWS: এবার আধার-রেশন কার্ড লিঙ্ক করা যাবে, সম্পূর্ণ বিনামূল্যে

আরও পড়ুন : শুনতে পারবেন না মামলা ! মহাবিপদে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন : মমতাকে নিয়ে কোনো মন্তব্য করবো না ! বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন