ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পূর্বাভাস দিলো গবেষকরা

By Bangla news dunia Desk

Published on:

bBangla News Dunia, অজয় দাস :- সারা বিশ্ব করোনা মহামারীর সাথে লড়াই করতে আর তারই মধ্যে জাপানের জন্য একটি বাজে খবর দিলো সেখানকার গবেষকেরা। গবেষকদের মতে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। যার ফলে টোকিও সমেত জাপানের অন্নান্য অঞ্চলে প্রচন্ড ক্ষতি হতে পারে। এছাড়া গবেষকরা জানান এছাড়া জাপানের পূর্ব উপকূলে সুনামি আছরে পড়তে পারে। জাপান সরকারের তরফে সমুদ্র ১০০ ফুট উঁচু সামুদ্রিক সুনামি আসতে পারে।

আরো পড়ুন :- মাস্ক ও পিপিই কিট না পাওয়ায় নগ্ন হয়ে প্রতিবাদ জানালো চিকিৎসকেরা

গবেষকদের তরফ থেকে জানানো হয় এই ভূমিকম্প ও সুনামির ফলে ক্ষয়ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করা হচ্ছে। এর আগে ও ২০১৯ সালে জাপানে এই রকমই ভূমিকম্পের আশঙ্কা করা হয়েছিল। তার পর জাপানের উত্তর পশ্চিম এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়। যার ফলে ওই ভূমিকম্পে মাত্র ২১ জনের মৃত্যু হয়। তবে প্রচুর মানুষ আহত হয়েছিল।

tsunami

জাপানের বিজ্ঞানীরা জাপানের উত্তর পূর্ব উপকূলের মাটি পরীক্ষা করে জানিয়েছেন সেখানে প্রতি ৩০০ থেকে ৪০০ বছর পর পর বিরাট আকারের সুনামি হয়। তাদের দাবি এর আগে ১৭০০ সালে ওই অঞ্চলে ভূমিকম্প ও সুনামি এসেছিল।  তবে ঠিক কখন এসেছিলো তা তারা সঠিক করে বলতে পারছেন না।

জাপান সরকার সেখানকার নিরাপত্তার কথা মাথায় রেখে সেখান থেকে মানুষকে সরাতে শুরু করেছে। এমনকি বুলেট ট্রেন ও চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকার বিদ্যুতিক কানেকশন কেটে দেওয়া হয়েছে। গবেষকদের মতে সেখানকার বাড়ি ঘরের প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে।

আরো পড়ুন :- পেট্রোলের উপর ” করোনা ট্যাক্স ” বসাচ্ছে এই রাজ্

Highlights:

  • ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পূর্বাভাস
  • জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে
  • ১০০ ফুট উঁচু সামুদ্রিক সুনামি আসতে পারে
  • বুলেট ট্রেন ও চলাচল বন্ধ রাখা হয়েছে
  • বিদ্যুতিক কানেকশন কেটে দেওয়া হয়েছে

                 # ভূমিকম্প  # সুনামি # জাপান # করোনা

Bangla news dunia Desk

মন্তব্য করুন