BBangla News Dunia, শারদীয়া রায় :- মোদিকে ট্যুইটারে আনফলো করলো হোয়াইট হাউস। এর আগে গত ১০ এপ্রিল থেকে মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দুজনকেই টুইটারে ফলো করছিলো মার্কিন প্রেসিডেন্টের বাসভবন। মোদি ও রাষ্ট্রপতি কোবিন্দ দু’জনেই একমাত্র রাষ্ট্রনেতা, যাঁদের হোয়াইট হাউস ফলো করেছিল ট্যুইটারে। শুধু এই দুজনই নন ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাস ,পিএমও সবাইকেই ফলো করা হচ্ছিলো। এর ফলে হোয়াইট হাউস ফলো করছে, এমন অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে হয়েছিল ১৯। কিন্তু বর্তমানে তার সংখ্যা কমে হয়েছে ১৩।
প্রসঙ্গত এর আগে আমেরিকার সাথে ভারতের হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। করোনা মোকাবিলার জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন চেয়ে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত যদি এই ওষুধের রপ্তানি পুনরায় চালু না করে তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। এর পরে প্রধানমন্ত্রী এই ওষুধের রপ্তানির উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে পর্যাপ্ত পরিমানে এই ওষুধ রপ্তানি করা হয়েছিল আমেরিকায়। এই জন্য পরবর্তীকালে ভারতকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। এর পরই দেখে গিয়েছিলো ট্যুইটারে হোয়াইট হাউসকে প্রধানমন্ত্রীর একাউন্ট ফলো করতে। কিন্তু এই ওষুধের প্রয়োগের ফলেও আমেরিকায় করোনা সংক্রমণের সংখ্যা কমানো যাই নি। এমনকি এদেশেও বন্ধ করে দেওয়া হয়েছে এই ওষুধের ব্যবহার। এই ওষুধ ব্যবহারের ফলে বর্তমানে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ধারণা।
আরো পড়ুন :- লকডাউনের ফলে সমস্ত সীমান্ত বাণিজ্য বন্ধ
অন্যদিকে শুধুমাত্র ভারতের সঙ্গেই নয় চীনকে সমর্থন করার দাবিতে বিশ্ব স্বাস্থ্য সংখ্যা হুয়ের সাথেও আমেরিকার বির্তকের সৃষ্টি হয়েছিল । এমনকি এর জেরে হু কে অর্থসাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। কারণ আমেরিকার দৃঢ বিশ্বাস যে এই করোনা সংক্রমণের জন্য চীন দায়ী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের নীরবে সমর্থন করছে । বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৬০ হাজার মানুষের করোনায় মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ১০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। হোয়াইট হাউসের এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প ফের চীনকে নিশানা করে বলেছেন করোনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চীন না নেওয়ার ফলে আজ বিশ্বের ১৪৮ টি দেশ নরকযন্ত্রণা ভোগ করছে।
আরো পড়ুন :- করোনা আবহের মধ্যেই বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
Highights
- প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতিকে ট্যুইটারে আনফলো হোয়াইট হাউসের
- হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানি করার পরে ফলো করা শুরু করেছিল তারা
- করোনা সংক্রমণের জন্য পুনরায় চীনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট।
# হাইড্রোক্সিক্লোরোকুইন । # মার্কিন প্রেসিডেন্ট । # ডোনাল্ড ট্রাম্প । # টুইটার । #নরেন্দ্র মোদী । # প্রধানমন্ত্রী