BBangla News Dunia , সঙ্গীতা দত্ত রায় :- নবান্ন -র সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বুধবার বলেন -‘রাজ্যের ৫১ টি কোভিদ হাসপাতালে করোনা চিকিৎসায় কারো পয়সা লাগবে না। সে খরচ সরকারের। কিন্তু অন্যান্য বেসরকারি হাসপাতালকেও পরিষেবা চালিয়ে যেতে হবে। রোগী ফেরাবেন না প্লিজ। ‘ তিনি প্রাইভেট হসপিটাল ও নার্সিংহোম গুলিকে করোনার পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসা করার কথাও বলেন। তিনি বলেন –করোনার সাথে প্রসূতিদের সন্তান প্রসব ,শিশুদের টিকাকরণ ,ডায়ালিসিস ,ক্যান্সার চিকিৎসা ইত্যাদি সবটাই দেখতে হবে।
আরো পড়ুন :- বাঙালী বিজ্ঞানীর মতে করোনার শত্রু হল নিম
পশ্চিমবঙ্গে নিউমোনিয়া ,স্ট্রোক ,কিডনি ইত্যাদিতে অনেক জীবনহানি হয় তাই সব চিকিৎসাই চালিয়ে যেতে হবে। বর্তমানে করোনার ভয়ে বহু প্রাইভেট হসপিটালই করোনা টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে বলছে ,নাহলে ভর্তি নিতে চাইছে না। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান জানান – কোভিদ টেস্ট পরিষেবা শুরুর আগে নয়। কোনো প্রাইভেট হসপিটাল রুগী ভর্তি নেওয়ার আগে কোভিদ টেস্টে বাধ্য করতে পারবে না। এদিন মুখ্যমন্ত্রী পাড়ার ক্লিনিক গুলোকেও আস্তে আস্তে খোলার কথা বলেন।
আরো পড়ুন :- ম্যালেরিয়ার ওষুধে ভরসা স্বাস্থ্য মন্ত্রকের
মুখ্যসচিব জানান -রাজ্যে যতজন করোনা আক্রান্ত হয়েছে তাদের ৮৮% শুধু কলকাতা ,হাওড়া ,উত্তর ২৪ পরগনার। বাকি ১২% আক্রান্ত রাজ্যের অন্যান্য ২০ টি জেলায়। আক্রান্তদের মধ্যে ৪ % জন রুগীর ভেন্টিলেশন লাগছে। সেই চাহিদার তুলনায় বেশি ভেন্টিলেটর আছে রাজ্যের হাতে। বাংলায় করোনা আক্রান্তদের মধ্যে ৩৬% মহিলা ও ৩৪% পুরুষ। ১৪ টি ল্যাব মিলিয়ে একদিনে ১৪০৫ টি নমুনা পরীক্ষা করার ক্ষমতা আছে এ রাজ্যের।
Highlights
- রাজ্যের ৫১ টি কোভিদ হাসপাতালে করোনা চিকিৎসায় কারো পয়সা লাগবে না। সে খরচ সরকারের।
- রাজ্যে যতজন করোনা আক্রান্ত হয়েছে তাদের ৮৮% শুধু কলকাতা ,হাওড়া ,উত্তর ২৪ পরগনার।
- বাংলায় করোনা আক্রান্তদের মধ্যে ৩৬% মহিলা ও ৩৪% পুরুষ।
# করোনা # ভেন্টিলেটর