বক্রী চালে এগোবে শনিদেব ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশির

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ মতে কর্মফল দাতা শনি যাঁকে কৃপা করেন, তাঁকে সমস্তটা ঢেলে দিয়ে কৃপা করেন। আর সেই সূত্র ধরেই শনির গোচর বেশ কয়েকটি রাশির মানুষের জন্য বেশ খানিকটা গুরুত্বপূর্ণ। আর জুন মাসের শুরুর দিকেই রয়েছে শনির গোচর, যার ফলে বহু রাশি পাবে লাভের দেখা।

আরো পড়ুন :- কর্কট রাশিতে গোচর করবে শুক্র ! সমস্যা বাড়বে ৩টি রাশির

শনির কৃপায় ৫ জুন থেকে বহু রাশি লাভের মুখ দেখবে। ওই দিন থেকে শনি বক্রী চালে এগোবে কুম্ভে। আর কুম্ভে শনির অবস্থানের ফলে বিভিন্ন রাশি লাভের মুখ দেখবে। ফলে বহু রাশিতে ধন ঐশ্বর্যের ভাগ্যে আসবে বিপুল সাফল্য। দেখে নেওয়া যাক কোন কোন রাশি হতে চলেছে লাভবান —

 

niladri-misra

 

মকর রাশি :- শনিদেবের বক্রী চাল মকর রাশির মানুষের জীবনে শুভ প্রভাব নিয়ে আসবে। আপনাদের রাশির দ্বিতীয়ভাবে বক্রী হতে চলেছে শনি। এরফলে আয় বাড়বে। আপনার কথার প্রভাবে উন্নতি বিভিন্ন দিক থেকে আসবে। আপনার কথায় ইমপ্রেস হয়ে যাবেন অনেকে। পারিবারিক দিক থেকেও সময় ভালো কাটবে।

মিথুন রাশি :- দারুন লাভ পাবেন মিথুন রাশির মানুষরা। কোথাও বেড়াতে যেতে পারেন। বাবার থেকে কোনও সম্পত্তি পেতে পারেন। পারিবারিক ব্যবসায় পাবেন দারুন ভালো লাভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ গিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

সিংহ রাশি :- শনিদেবের বক্রী হওয়ার ঘটনা সিংহ রাশির মানুষের জন্য অনুকূল হতে পারে। যেকোনও দিক থেকে আপনি খুব চটদলদি লাভের রাস্তায় হাঁটতে পারবেন। ব্যবসায় হবে উন্নতি। জীবনসঙ্গীর সঙ্গে ভালো হবে সম্পর্ক।

কুম্ভ রাশি :- কুম্ভ রাশিতে দারুন ভালো দিন শুরু হবে, শনিদেবের বক্রী হওয়ার ফলে। আপনার রাশিতে বক্রী অবস্থায় থাকবেন শনিদেব। চাকরিরতদের সম্পূর্ণ সমর্থন আসবে সহকর্মীদের থেকে। প্রবল পরিশ্রমের ফল পাবেন। ব্যবসায় উন্নতির মুখ দেখতে পাবেন।

আরো পড়ুন :- বাস্তু মতে বাড়িতে রাখুন এই বিশেষ গাছটি ! মিলবে সুখ সমৃদ্ধি

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন