Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- রাত জেগে দেরিতে শোওয়া, দেরি করে সকালে ওঠা, তারপর দ্রুত রেডি হয়ে অফিস। এমনটাই রোজকার রুটিন মেনে চলেন অনেকেই। কিন্তু জীবনে সুখী ও ধনী হতে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। ভাগ্যের চাকা ঘোরাতে অনেক সময় বেশ কিছু ছোট ছোট ভুল গুলি বাধা হয়ে দাঁড়ায়। স্বপ্নের বাড়ি তৈরি করার সময় বাস্তু টিপস অনুসরণ করা উচিত। তেমনি ঘরের সবচেয়ে আরামদায়ক জায়গাতেও রয়েছে বাস্তু নিয়ম। তাহলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধ অবস্থা বজায় রাখা অনেকটা সহজ হয়ে যায়।
আরো পড়ুন :- কর্কট রাশিতে গোচর করবে শুক্র ! সমস্যা বাড়বে ৩টি রাশির
বাস্তু মতে বাড়ির সব স্থানের পিছনে রয়েছে নানা রকম নিয়ম। অনেকেরই মনে প্রশ্ন জাগে, বাসি বিছানার কারণে বাস্তুদোষ কি ঘটে ? বাস্তু মতে, বাসি বিছানা না পরিষ্কার করলে জীবনে কি চরম দুর্ভোগ নেমে আসতে পারে? জানুন বাসি বিছানা নিয়ে বাস্তু নিয়ম —
সকালে বিছানা ছাড়ার পর অবশ্যই ভাল করে বিছানা পরিষ্কার করা উচিত।
রাতের পোশাক ছেড়ে তবেই রান্নাঘরে প্রবেশ করুন। বাসি জামি-কাপড় পরে রান্না ঘরে ঢুকলে দেবী অন্নপূর্ণা ভীষণ রেগে যান।
সকালে বিছানা পরিষ্কার করার পর স্নান করে ঠাকুরঘরে কিছুটা সময় পূজার্চনা করুন। সকালে পুজোর ঘরে সুগন্ধী ধূপ জ্বালাতে পারেন।
বাসি বিছানা না গুছালে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে।
আরো পড়ুন :- বাস্তু মতে বাড়িতে রাখুন এই বিশেষ গাছটি ! মিলবে সুখ সমৃদ্ধি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)