Bangla News Dunia, শারদীয়া রায় :- ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্ম paytm এ এখন বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক মিডিয়া প্রকাশনাগুলির ই-সংবাদপত্রের পরিষেবা পাওয়া যাবে। তাই শুধুমাত্র অনলাইন পেমেন্ট নয় , পাশাপাশি দেশে বিদেশের খবর পড়ার সুবিধাও পাওয়া যাবে এই অ্যাপে।
আরো পড়ুন :- BSNL আর দেবেনা এই সুবিধা
পেটিএম এখানে এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন ব্যবস্থাটি সংস্থাটির পক্ষ থেকে COVID-19 এবং অন্যান্য বিষয় সম্বন্ধে খাঁটি খবর ভারতীয়দের কাছে পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ। বিবৃতিতে আরো বলা হয়েছে, এই পরিষেবাটি বর্তমানে অ্যান্ড্রয়েডে উপলব্ধ এবং শীঘ্রই আইওএসের জন্যও চালু করা হবে। এই পরিষেবায় গ্রাহকরা একসাথে অনেকগুলো ই-সংবাদপত্র একসাথে পড়তে পারবেন । এর মধ্যে ইংরেজি এবং হিন্দি দুটি ভাষার সংবাদপত্র অন্তর্ভুক্ত রয়েছে।
পেটিএম এর এই ই-পেপারের তালিকায় মুম্বই, ব্যাঙ্গালোর, হায়দরাবাদ, কলকাতা, আহমেদাবাদ, পুনে, চন্ডীগড়, নাগপুর, লখনৌ ও জয়পুর সহ বেশ কয়েকটি শহর অন্তর্ভুক্ত রয়েছে। ব্যবহারকারীরা সহজেই শহর ভিত্তিক খবর পড়ার সুবিধা পাবেন । দৈনিক ভাস্কর (জবলপুর গ্রুপ), আমার উজালা, দৈনিক জাগরণ ইনেক্সট, পাঞ্জাব কেশারি, মেইল টুডো, মিড ডে, জাগবাণী, নভোদায় টাইমস, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ইন্ডিয়ান এক্সপ্রেস, লোকসত্তা প্রভৃতি সংবাদপত্রের খবর পাওয়া যাবে।
আরো পড়ুন :- অ্যাপের মাধ্যমে ডেটা চুরি হ্যাকারদের
পেটিএমের সিনিয়র সহ-সভাপতি অমিত বীর জানিয়েছেন যে অন্যান্য শীর্ষস্থানীয় আর্থিক এবং দৈনিক সংবাদপত্রগুলিকেও যুক্ত করার চেষ্টা চলছে । লক ডাউনের কারণে এখন সংবাদপত্র বিক্রি কমে গেছে। আর সেই কারণে বেড়ে গেছে ই-সংবাদপত্রের চাহিদা। গৃহবন্দী মানুষেরা ঘরে থাকাকালীন যাতে আগের মতো স্বাভাবিক ভাবে সংবাদ পড়তে পারে তা নিশ্চিত করতেই তারা এই পরিষেবাটি চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। আশা করা হচ্ছে পেটিএমের এই সুবিধা গ্রাহকদের সবরকমের সংবাদের সাথে আপডেট রাখতে সাহায্য করবে।
Highlights
- paytm এ পাওয়া যাবে e-newspaper পড়ার সুবিধা
- এখন শুধুমাত্র অ্যান্ড্রয়েডে ফোনেই এই পরিষেবা পাওয়া যাবে।
- অন্যান্য শীর্ষস্থানীয় আর্থিক এবং দৈনিক সংবাদপত্রগুলিকেও যুক্ত করার চেষ্টা চলছে
#টেক