Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্রে মঙ্গল গ্রহকে সাহস, শৌর্যের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আর শুক্রকে ধন, ঐশ্বর্য, প্রেমের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। সেই দুই গ্রহের যুতির ফলে কয়েকটি রাশির ভাগ্যোদয় হবে। শুরু হবে তাঁদের ভালো সময়। মিলবে সাফল্য। জানুন সেই সকল রাশি গুলি সম্পর্কে —
আরো পড়ুন :- নক্ষত্র পরিবর্তন করেছেন দেব গুরু ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশির
কর্কট রাশি – দুই গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল এবং শুক্রের যুতির ফলে কর্কট রাশির প্রেমজীবনে মাধুর্য বাড়বে। আচমকা ধনপ্রাপ্তি হবে কর্কট রাশির। সঞ্চিত অর্থের অভাব হবে না। কোথাও বিনিয়োগ করলে হাতে অর্থ আসবে। ব্যবসায়ীদের মুনাফা বৃদ্ধি পাবে।
তুলা রাশি – মঙ্গল এবং শুক্রের যুতির ফলে তুলা রাশির আয় বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, নয়া আয়ের পথ প্রশস্ত হবে। এই সময় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। যা আপনার ভবিষ্যতের রাস্তা নির্ধারণ করে দেবে। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।
বৃশ্চিক রাশি – শুক্র এবং মঙ্গলের যুতির ফলে চাকরির ক্ষেত্রে সাফল্যের যোগ তৈরি হবে। যারা ব্যবসা করেন, তাঁদের ব্যবসার বহর বৃদ্ধি পাবে। মুনাফা বৃদ্ধির যোগ তৈরি হবে। চাকুরিজীবীদের জন্য অত্যন্ত অনুকূল সময় শুরু হতে চলেছে।
মীন রাশি – মঙ্গল এবং শুক্র গ্রহের যুতির ফলে মীন রাশির আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হবেন। সার্বিকভাবে মুনাফা বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে মাধুর্য বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের বাঁধন আরও মজবুত হবে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে।
আরো পড়ুন :- একত্রে গোচর করছেন শনি ও সূর্য ! ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)