BBangla News Dunia , S. Datta Roy :- করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৩ মার্চ থেকে সারা দেশে লকডাউন চলছে। ফলে বহু মানুষই বর্তমানে কাজহীন অবস্থায় দিন অতিবাহিত করছে। চরম আর্থিক সংকটে দুবেলা খাবার জোগাড় করাই দায় এখন। এমতাবস্থায় টাকা দিয়ে কেবল টিভি দেখা শুধু বিলাসিতাই নয় একেবারে অসম্ভব।
আরো পড়ুন :- সত্যজিৎ রায়ের শতবার্ষিকীতে প্রকাশ পেলো ফেলুদার টাইটেল সং
এ রাজ্যে কেবল টিভি গ্রাহক আছে ৭০ লাখ মতো। এর মধ্যে ৩০ লাখ বৃহত্তর কলকাতার। জানা যায় কলকাতায় গত মাসে ২০% টিভি রিচার্জ করেনি। সূত্রের খবর বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটার্স ইউনিয়নের সভাপতি শঙ্কর মন্ডল বলেন -এপ্রিল মাসে রাজ্যের বাকি অংশে মোটামুটি ৫০% গ্রাহক টিভি রিচার্জ করায়নি। আর যারা রিচার্জ করিয়েছে তারা ১৫৪ টাকা করেছে যেটাতে ফ্রি চ্যানেল গুলো দেখা যাবে। বর্তমানে ৪০% কেবল গ্রাহক ১৫৪ টাকা রিচার্জ করছে।
আরো পড়ুন :- আরো একটি ভালো সিনেমা পেলো নেটফ্লিক্স এ – লকডাউনে সময় কাটান
কেবল টিভি সংস্থার প্রধান মৃণালবাবু বলেন -এ রাজ্যের বহু মানুষ শুধু সিরিয়েল দেখার জন্যই টিভি দেখে ,আর এখন সব সিরিয়ালের নতুন এপিসোড না থাকায় পুরোনো এপিসোড গুলোই দেখানো হচ্ছে ফলে মানুষ রিচার্জ না করে আর্থিক সংকটের পরিস্থিতিতে সেই টাকায় চাল কিনছে। এপ্রিল মাসে কলকাতার কেবল অপারেটর সংস্থাগুলির গড় আয় কমেছে প্রায় ৯০০০০টাকা।
Highlights :-
- এ রাজ্যে কেবল টিভি গ্রাহক আছে ৭০ লাখ মতো।
- এর মধ্যে ৩০ লাখ বৃহত্তর কলকাতার।
- এপ্রিল মাসে কলকাতার কেবল অপারেটর সংস্থাগুলির গড় আয় কমেছে প্রায় ৯০০০০টাকা।