BBangla News Dunia , সমরেশ দাস : – কিছুদিন আগেই রিলায়েন্স জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছে পৃথিবীর সবথেকে বড় সোশ্যাল মিডিয়া সংস্থা ফেইসবুক । এবারে সেই পথে হাতল আরেক মার্কিন সংস্থা SILVER LAKE । তারা কিনেনিল ১.১৫ শতাংশ রিলায়েন্স জিওর মালিকানা । জিও-তে ৫,৬৫৬ কোটি টাকা লগ্নি করল মার্কিন ইক্যুয়িটি ফান্ড সংস্থা। সিলভার লেক পার্টনার্স দুনিয়ার অন্যতম সেরা বিনিয়োগকারী সংস্থা।
কয়েক দিন আগেই গোটা দুনিয়াকে চমকে দিয়ে রিলায়েন্স জিও-র ৯.৯৯ শতাংশ মালিকানা হাতে নেয় ফেসবুক। এজন্য প্রায় ৪৪ হাজার কোটি টাকা ঢালছে মার্কিন সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা। সোমবার ফের চমক রিলায়েন্স জিও-র। এবার জিও প্ল্যাটফর্মে সামিল তথ্য-প্রযুক্তি বিনিয়োগে দুনিয়ার অন্যতম সেরা ফান্ড সংস্থা।
আরো পড়ুন :- বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের মত পরীক্ষা নেওয়ার পক্ষেই
সিলভার লেক সাধারণত বিনিয়োগ করে তথ্য প্রযুক্তি সংস্থায় । তারা এখনো পর্যন্ত্য এয়ার বিএনবি, আলিবাবা, অ্যালফাবেট, ডেল, ট্যুইটারের মতো সংস্থায় লগ্নি করেছে । জিও এখন পৃথিবীর মধ্যে মোটা মুটি একটা বড় ব্র্যান্ড । তাই অনেক বিদেশী কোম্পানি চাইছে তাদের সাথে জিও গাঁটছাড়া বাঁধতে ।
আরো পড়ুন :- চাহিদার অভাব ,বিদ্যুৎ ভাড়া বাড়তে পারে
জিওর সাথে এই গাঁটছাড়া তাদের হাত আরো শক্ত করবে বলে মনে করছে দুই পক্ষ । রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি এই লগ্নি কে স্বাগত জানিয়েছেন । রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির দাবি, এই চুক্তি ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও একধাপ এগিয়ে দেবে। সিলভার লেকের অভিজ্ঞতা ও প্রযুক্তি সুবিধা পাবে রিলায়েন্স জিও। এই চুক্তি ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ ৷ নিয়ামক সংস্থার অনুমোদনের পরই চুক্তি রূপায়ণের কাজ শেষ হবে।
Highlights
- কিছুদিন আগেই রিলায়েন্স জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছে পৃথিবীর সবথেকে বড় সোশ্যাল মিডিয়া সংস্থা ফেইসবুক
- এবারে সেই পথে হাতল আরেক মার্কিন সংস্থা SILVER LAKE
- জিও-তে ৫,৬৫৬ কোটি টাকা লগ্নি করল মার্কিন ইক্যুয়িটি ফান্ড সংস্থা