Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- হিন্দুধর্মে, সপ্তাহের প্রতিটি দিন এক বা অন্য দেবতার জন্য উৎসর্গ করা হয়। পাশাপাশি প্রতি শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। শনিদেব হলেন ন্যায়ের দেবতা। শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুসারে তাঁকে ফল প্রদান করেন। অনেকেই শনির প্রকোপ থেকে বাঁচতে প্রতি শনিবার নিয়ম-কানুন মেনে শনিদেবের পুজো করেন। পাশাপাশি শনিদেব মানুষের সমস্ত ইচ্ছেও পূরণ করে থাকেন। কেউ যদি শনির মহাদশার প্রকোপে পড়ে থাকেন বা সাড়ে সাতি দশার কোপে আক্রান্ত হন, তাঁর জীবনে নেমে আসে সবচেয়ে কঠিন সময়।
আরো পড়ুন :- শ্রাবণ মাসের রবিবারে করতে পারেন বেশ কিছু কাজ ! পূরণ হবে মনোবাঞ্ছা
শনির সাড়ে সাতি দশা, ধাইয়া বা মহাদশার কোপ এড়াতে চান বা কুপ্রভাব এড়াতে চান তাহলে শনিবার বেশ কিছু কাজ করতে পারেন। এই প্রতিকার গুলি মেনে চললে সন্তুষ্ট হন শনিদেব। তবে জানুন কী কী কাজ করবেন —-
১. শনিবার কালো তিল দান করলে শনিদেব প্রসন্ন হন। এই দিনে কালো তিল গরীবকে দান করতে হবে।
২. শনিদেবের পুজোর সময় নীলা পাথরের জপমালা বা আংটি পরিধান করা উচিত। এতেও শনিদেব প্রসন্ন হন।
৩. শনিবার গ্রহরাজের পুজো করার সময়, শনিদেবের কার্যকারী মন্ত্র ‘ওম প্রাণ প্রীম প্রণ সহ শনাইশ্চরায় নমঃ’ জপ করুন।
৪. শনিবার পিপল গাছের পুজো করুন। গাছের চারপাশে গিয়ে কাঁচা সুতা বেঁধে দিন। পাশাপাশি শনিদেবকে পিপল পাতার মালাও অর্পণ করতে পারেন।
৫. শনিদেব ছাড়া এদিন পুজো করুন হনুমানজিরও। শনিবার হনুমানজির পুজো করলে খুব খুশি হন শনিদেব। হনুমানজির পুজো ও হনুমান চালিসা পাঠ করলে শনিদেব প্রসন্ন হন।
আরো পড়ুন :- পুষ্য নক্ষত্রে প্রবেশ করছেন সূর্য ! ভাগ্য ফিরবে বেশ কিছু রাশির
আরো পড়ুন :- শুরু হয়েছে “পুরুষোত্তম মাস” ! জীবনে সাফল্য পেতে মেনে চলুন কিছু টিপস
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)