গোটা বিশ্বের একটাই দাবী কোবিদ-১৯ এর প্রতিষেধকের দাম যেন সাধারণ মানুষের সাধ্যের মধ্যে হয়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , সমরেশ দাস : – করোনা প্রভাব যবে থেকে শুরু হয়েছে ঠিক তার পরের মুহূর্ত থেকে শুরু হয়েছে তার প্রতিষেধকের । সমস্ত উন্নয়নশীল কোমর বেঁধে নেমে পড়েছে এই ভাইরাস কে মারার জন্য । যদিও এই ভাইরাস মারবার সঠিক কিছু এখনো পর্যন্ত্য পাওয়া যায়নি কিন্তু অনেক দেশি দাবি করছে যে তারা এই বছরের শেষে  বছরের প্রথমে প্রতিষেধক বাজারে নিয়ে আসবেন ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আবার আশঙ্কা প্রকাশ করেছে করোনার প্রতিষেধক হয়তো নাও মিলতে পারে ৷  এক মরশুমেই হয়তো পুরোপুরি বিদায় নেবে না এই মারণ ভাইরাস ৷ আগামী বছরেই আবার ফিরে আসতে পারে করোনা ৷ লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অধ্যাপক ডেভিড নেবারো যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন দূত, তিনি বলেছেন, ‘‘ আমরা ধরে নিতে পারি না যে প্রতিষেধক অবশ্যই মিলবে ৷ প্রতিষেধক না পাওয়ার ঘটনাও অতীতে অনেকবার ঘটেছে ৷ ’’ উদাহরণ হিসেবে তিনি এইচআইভি-র কথা উল্লেখ করেছেন ৷ এমনকী, ম্যালেরিয়া বা ডেঙ্গিকেও মুছে ফেলা যায়নি ৷ প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় এর জন্য ৷

আরো পড়ুন :-  আইসিএমআর স্বীকৃতি দিলো বাঙালি বিজ্ঞানীর করোনা কিট -কে

বিভিন্ন্য দেশের নেতারা গতকাল এক ভিডিও কনফারেন্স করেন এই ভাইরাস এর টিকা ও তার অর্থ সংগ্রহের ওপরে । তখনি তাদের মধ্যে এমন আলোচনা হয় যে যা প্রতিষেধক বেরোক না কেন সেটা যেন সর্ব সাধারণের  হাতের নাগালে থাকে অর্থাৎ তার দাম যেন সামান্য হয় ।

আরো পড়ুন :- বঙ্গে রেড জোনে খুলছে মদের দোকান , তবে ৬ ঘন্টার জন্য

১৯২০ সালে একটা টিটেনাস ভ্যাকসিনের একটা শটের দামই ছিল ৩৫ ডলার থেকে কিছুটা কম ৷ এইচপিভি ভ্যাকসিন ২০০৬ সালে সিঙ্গল ডোজের জন্য লাগত প্রায় ২৩০ মার্কিন ডলার ৷ ১৯৮৬ থেকে ২০১৪ সালের মধ্যে আমেরিকার শিশুদের সম্পূর্ণ রোগ প্রতিরোধের ক্ষমতা যুক্ত ভ্যাকসিনের দাম ১০০ ডলার থেকে বেড়ে ২০০০ ডলার পর্যন্ত হয়েছিল ৷ বাজারে একটা প্রতিষেধকের দাম কত হবে তা ঠিক করে তার সরকার সুতরাং সরকার কেই তা দেখতে হবে ।

Highlights

  • করোনা প্রভাব যবে থেকে শুরু হয়েছে ঠিক তার পরের মুহূর্ত থেকে শুরু হয়েছে তার প্রতিষেধকের
  • সমস্ত উন্নয়নশীল কোমর বেঁধে নেমে পড়েছে এই ভাইরাস কে মারার জন্য
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আবার আশঙ্কা প্রকাশ করেছে করোনার প্রতিষেধক হয়তো নাও মিলতে পারে
  • এক মরশুমেই হয়তো পুরোপুরি বিদায় নেবে না এই মারণ ভাইরাস

#CORONA        #vaccine 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন