Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যখনই কোনও গ্রহ উল্টোপথে অর্থাৎ বক্রীগতিতে বিচরণ করা শুরু করে, তখন তার অশুভ প্রভাব বৃদ্ধি পায়। আর শুক্র গ্রহ উল্টোপথে অর্থাৎ বক্রীগতিতে বিচরণ করতে শুরু করেছে। তবে যাঁদের কোষ্ঠীতে শুক্র দুর্বল পরিস্থিতিতে বর্তমান থাকে, তাঁদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে বক্রী অবস্থায় শুক্র অস্ত যাওয়ার ফলে শুক্রের অশুভ প্রভাব শেষ হয়ে যায়। তবে চলুন কোন কোন রাশি শুক্রের অস্ত যাওয়ার ফলে লাভবান হবে তা জেনে নেওয়া যাক।
আরো পড়ুন :- আগস্ট মাসে তৈরি হচ্ছে একাধিক রাজযোগ ! ভাগ্য বদলে যাবে ৪টি রাশির
বৃষ রাশি — শুক্র অস্ত যাওয়ায় বৃষ রাশির জীবনে অশুভ প্রভাব কমবে ও শুভ প্রভাব বৃদ্ধি পাবে। এই সময় আপনার জীবনে প্রেম ও ভালোবাসা বৃদ্ধি পাবে। পাশাপাশি আর্থিক অনটনও সমাপ্ত হবে। এ সময়ে পারিবারিক জীবনে প্রচুর আনন্দ থাকবে।
কর্কট রাশি — জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শুক্র অস্ত যাওয়ায় এই রাশির মানুষের জীবন থেকে একাধিক সমস্যা দূর যাবে। আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মায়ের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন এই রাশির মানুষরা। পারিবারিক বিষয়ে অধিক সময় দিতে হবে।
সিংহ রাশি — শুক্র বক্রী অবস্থায় অস্ত যাওয়ায় সিংহ রাশির জীবনে অশুভ প্রভাব কমবে। আপনার পেশাগত জীবন উন্নত হবে। এই সময়ে ব্যয় বৃদ্ধির পাশাপাশি আয় বাড়বে। আবার এই সময় ভাই-বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে।
বৃশ্চিক রাশি — শুক্র অস্ত যাওয়ায় বৃশ্চিক রাশির জীবনে শুভ প্রভাবে বৃদ্ধি হবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। ভৌতিক সুখ ও সুবিধা বৃদ্ধি পাবে। এই সময় প্রেম ও আকর্ষণের দিকে পদক্ষেপ করবেন। ভাই-বোনের স্বাস্থ্যের কারণে অধিক দৌড়ঝাপ করতে হবে।
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)