Bangla News Dunia , সমরেশ দাস : – ২০২০ শুরু থেকেই যে অকাল লেগেছে , রোগ ভোগ শুরু হয়েছে । সময় কিছুতেই ভালো যাচ্ছে না । সেই খারাপ সময়কে কাটাতেই যেন স্বয়ং বুদ্ধ এসেছেন । আজ বৈশাখী বুদ্ধ পূর্ণিমা । আর আজকের এই পূর্ণিমা অনেক শুভ নিয়ে আসছে ।
“বুদ্ধং শরণং গচ্ছামি – আমি বুদ্ধের শরণ নিলাম।
ধম্মং শরণং গচ্ছামি – আমি ধর্মের শরণ নিলাম।
সংঘং শরণং গচ্ছামি – আমি সংঘের শরণ নিলাম।”
৫০২ বছর বাদে বুদ্ধ পূর্ণিমার দিন ফের রাজযোগ আসতে চলেছে ৷ আর আজ সেইদিন, যা অত্যন্ত শুভ ৷ জ্যোতিষীরা জানাচ্ছেন নিষ্ঠাভরে এ দিনটিতে সন্ধ্যাবেলায় কিছু কাজ করলে সমস্ত অকল্যাণের যোগ কেটে যায় । বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করুন ৷ এতে সংসারে সমৃদ্ধি আসবে ৷
আজকের দিনটিতে নিজেকে সংযমী হতে হবে । আমাদের আজকে আমিষ ভোজন থেকে বিরত থাকতে হবে ।সন্ধেবেলায় চন্দ্রোদয়ের পর মাটি বা আটা দিয়ে একটি চতুর্মুখী প্রদীপ তৈরি করুন ৷ এরপর সেই প্রদীপে ঘি ঢেলে সলতে প্রজ্জ্বলন করুন ভগবান বিষ্ণুর ছবি কিংবা মূ্তির সামনে ৷ আর এ সময় ‘ওম নারায়ণায় নমঃ’এই মন্ত্রটি জপ করুন ৷ অবশ্যই সংসারে শ্রীবৃদ্ধি হবে ।
আরো পড়ুন : – শিক্ষাবর্ষ ও পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত নির্দেশ জারি করলো ইউজিসি
Highlights
- ২০২০ শুরু থেকেই যে অকাল লেগেছে , রোগ ভোগ শুরু হয়েছে । সময় কিছুতেই ভালো যাচ্ছে না
- আজ বৈশাখী বুদ্ধ পূর্ণিমা
- ৫০২ বছর বাদে বুদ্ধ পূর্ণিমার দিন ফের রাজযোগ আসতে চলেছে ৷ আর আজ সেইদিন, যা অত্যন্ত শুভ ৷