ক্রমশ তেজ কমছে সূর্যের , চিন্তায় বিজ্ঞানীরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সারা বিশ্বর যখন করোনা সংক্রমণ কমাতে হিমসিম পরিস্থিতি। ঠিক তখন দুশ্চিন্তার খবর দিলেন বিজ্ঞানীরা। ক্রমশ তেজ ও ঔজ্বল্যতা কমছে সূর্যের। বিজ্ঞানীরা জানাচ্ছেন সূর্য অন্য নক্ষত্রের তুলনায় তাপ হারাচ্ছে। আকাশ গঙ্গা ছায়াপথের অন্য নক্ষত্রদের সাথে সূর্যের তুলনা করেছেন একদল জার্মান বিজ্ঞানীরা। তারা নাসার কেপলার স্পেস টেলিস্কোপ ব্যাবহার করে এই তথ্য পেয়েছেন। তারপর এই সিদ্ধান্ত জানিয়েছেন।

জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীদের করা এই সমীক্ষা যথেষ্ট চিন্তায় ফেলেছে। কারণ এই আশঙ্খা সত্য হলে সেটা পৃথিবীর জন্য মোটেই সুখকর নয়। তবে আগামী কয়েক হাজার বছর পর্যন্ত কিছুটা নিশ্চিন্ত থাকা যেতে পারে। তবে ঠিক কোন কারণে সূর্যের তেজ ও ঔজ্বল্যতা কমে যাচ্ছে তার কোনো ব্যাখ্যা বৈজ্ঞানিক ভাবে এখনো পাওয়া যায়নি।

আরো  পড়ুন :- লকডাউনে দিশেহারা পরিবহন ব্যবস্থা

উলেখ্য এই মহাবিশ্বে যত নক্ষত্র আছে তার মধ্যে সূর্য একটি। পৃথিবীর জীবনের সৃষ্টির অন্যতম কারক সূর্য। যে অক্সিজেন ছাড়া প্রাণিকুল বাঁচতে পারে না , সেই অমূল্য অক্সিজেন আমরা পাই সবুজ উদ্ভিদ থেকে। সেই উদ্ভিদ সূর্যের আলোয় খাদ্য তৈরী করে। সকল শক্তির উৎস সূর্য। কিন্তু মনে করা হচ্ছে , সূর্য তার সমসাময়িক নক্ষত্রদের থেকে কিছুটা আলাদা। বিষয়টিকে নিয়ে আরো গবেষণায় বিজ্ঞানীরা।

আরো  পড়ুন :-  বুদ্ধ পূর্ণিমার দিনে নিয়ম মেনে কিছু কাজ করলে কেটে যায় ভাগ্য দোষ

Highlights

  • ক্রমশ তেজ কমছে সূর্যের
  • জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীদের করা এই সমীক্ষা যথেষ্ট চিন্তায় ফেলেছে
  • কয়েক হাজার বছর পর্যন্ত কিছুটা নিশ্চিন্ত থাকা যেতে পারে

# Science # Scientist # Sun

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন