জানেন ‘মা দুর্গাকে’ নিয়ে পুরনো কলকাতার প্রবাদ আছে ! যা আজও চিরন্তন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : দুর্গাপূজা মানে বাঙালীর কাছে এক চিরন্তন আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধন। পুজোকে কেন্দ্র করে সব শ্রেণীর মানুষ আনন্দে মেতে ওঠেন এবং সমাজের একটি দিক অর্থনৈতিকভাবেও অগ্রসর হতে পারে। তাই, দুর্গাপূজা মানেই শুধু হৈ হুল্লোড় নয়, অনেকের কাছে সারাবছরের আয়ের একটি উৎসও বটে। এই একটি পুজোর জন্যে বাঙালী তথা আপামর বিশ্ববাসী বছরভর অপেক্ষা করে থাকে।

আরো পড়ুন :- জানেন ভারতের এই রেলস্টেশনে যেতে হলে লাগে ‘পাকিস্তানের ভিসা’ !

সাবেকি বাড়ির প্রতি একটা অন্য আকর্ষন টান। তবে জানেন পুরনো কলকাতার প্রবাদ আছে মা দুর্গা মর্ত্যে এসে প্রথমে জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁ’র বাড়িতে গয়না পরে সাজেন তারপর কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়ি ভোজন করেন ও সবশেষে শোভাবাজার রাজবাড়ীতে রাত জেগে নাচ-গান দেখেন। এই তিনটি বাড়ির পুজো নিয়ে আজ আলোচনা করবো।

জোড়াসাঁকো দাঁ বাড়ি : এই বাড়ির আদি কর্তা ছিলেন গোকুলচন্দ্র দাঁ,এনার পুত্র শিবকৃষ্ণ দাঁ’র হাত ধরেই ১৮৩৯ সালে জোড়াসাঁকোর বাড়িতে দুর্গাপূজার সূচনা হয়। দাঁ বাড়িতে অন্নভোগের চল নেই, শুকনো চালের নৈবেদ্য ও লুচি, খাজা নানারকম মিষ্টি বাড়িতে প্রস্তুত করেই নিবেদন করা হয়। নবমীর দিন কুমারী পূজা ও সধবা পূজা হয় এছাড়াও ধুনো পোড়ানো এই বাড়ির একটি অন্যতম রীতি। জৌলুস আজ অস্তমিত তবুও ঐতিহ্যের ধারক হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই দাঁ বাড়ি।

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

অভয়চরণ মিত্র বাড়ি : কুমোরটুলিতে ৫০বিঘা জমির উপর উনি এক সুন্দর প্রাসাদ নির্মাণ করেন । এই বাড়িরই উত্তর পুরুষ হলেন অভয়চরণ মিত্র। গোবিন্দরামের আমলে দুর্গাপূজা শুরু হলেও অভয়চরণের আমলে তার জৌলুস বৃদ্ধি পায়। দেবীর ভোগে থাকত তিরিশ থেকে পঞ্চাশ মণ চালের নৈবেদ্য, এছাড়াও নানারকম মিষ্টি, গজা, নিমকি, লুচি, রাধাবল্লভী ইত্যাদি দেবীকে নিবেদন করা হত।

শোভাবাজার রাজবাড়ী : এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন নবকৃষ্ণ দেব। ডাকের সাজের সূচনাকার, জার্মানি থেকে ডাক-এ করে প্রতিমার সাজ আসত বলে লোকের মুখে মুখে নাম হয়ে গেল ডাকের সাজ যার নব সংস্করণ হল সোলার সাজ। সেইসময় এইবাড়িতে পুজোর সময় নাচগানের আসর ছিল অন্যতম। এই বাড়িতে উল্টোরথের দিন কাঠামো পুজোর সূচনা। #End

আরো পড়ুন :- জানুন শারীরিক সম্পর্কের আগে কী করা উচিত ?

আরো পড়ুন: দিনভরের টেনশন থেকে মুক্তি পেতে চান ? মেনে চলুন কিছু বাস্তু টিপস

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

 

 

 

আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য

আরো পড়ুন: বিজেপিতে ফিরছেন অর্জুন সিংহ ? তুঙ্গে জল্পনা

আরো পড়ুন :- ডিএ দিতে গেলে বন্ধ হবে কন্যাশ্রী

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

আরও পড়ুন : পৃথিবী জুড়ে ভয়াবহ জলবায়ু পরিবর্তন ! ধ্বংসের মুখে মানবজাতি

আরও পড়ুন : মহিলাদের ‘ব্যাংক একাউন্টে’ টাকা পাঠাবে মোদী সরকার !

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন