Bangla News Dunia , সঙ্গীতা দত্ত রায় :- করোনার সংক্রমণ প্রতিরোধ করার জন্য গত ২৩ মার্চ থেকে সারা দেশ জুড়ে লকডাউন চললেও সেই সংক্রমণ থামানো যায়নি। এখনো নতুন আক্রান্ত হয়েই যাচ্ছে আর খুব তাড়াতাড়ি এই সংক্রমণ কমবে বলেও মনে হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মানবদেহে সম্ভাব্য ৮ টি প্রতিষেধকের পরীক্ষা শুরু হয়ে গেছে। আরও সম্ভাব্য ১০০ টি প্রতিষেধকের গবেষণা চলছে। ইতিমধ্যে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানুষের দেহে ট্রায়াল শুরু হয়েছে। হু -এর মতে প্রতিষেধক না পাওয়া পর্যন্ত সংক্রমণ আটকানোর পাকাপাকি ব্যবস্থা করা সম্ভব না।
আরো পড়ুন :- সবকিছু ঠিকঠাক চললে শীঘ্রই আসছে করোনা ভ্যাকসিন
করোনা খুব সহজেই শ্লেষ্মা থেকে মানুষের শরীরে সংক্রমণ ঘটায়। ফলে খুব দ্রুত সব এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পরে। আইসিএমআর (ICMR) জানায় -ভারত বায়োটেকের সঙ্গে মিলিত ভাবে প্রতিষেধক বের করার কাজ শুরু করেছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে করোনা ভাইরাসের নমুনা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। অধ্যাপক এন্ড্রু পোলার্ড জানান -গণস্বাস্থ্য পরিষেবায় ব্যবহারের জন্য প্রয়োজনীয় উৎপাদন সেপ্টেম্বর -এ শুরু হতে পারে। মানুষের দেহে টিকা প্রয়োগ করার আগে অন্য কোনো প্রাণীর ওপর সেই টিকা দিয়ে পরীক্ষা করে নিতে হয়।
আরো পড়ুন :- দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে -করোনাকে সঙ্গে নিয়েই থাকতে হবে
আমেরিকাতে মোডরোনা ,চিনে একাডেমি অফ মিলিটারি মেডিকেল সাইন্স ,হংকং এর ক্যানসিনো এই গবেষণা করছে।মানুষের দেহে পরীক্ষা করার সময় তার পার্শ্ব প্রতিক্রিয়ার দিকেও নজর রাখতে হয়। টীকাগুলি এইভাবেই তৈরী করা হচ্ছে যাতে করোনা ভাইরাস মানব দেহে ঢুকলেও মানুষের দেহের প্রতিরোধ ক্ষমতা দিয়েই সে ভাইরাসের সাথে লড়াই করতে পারে।
Highlights
- মানবদেহে সম্ভাব্য ৮ টি প্রতিষেধকের পরীক্ষা শুরু হয়ে গেছে।
- আরও সম্ভাব্য ১০০ টি প্রতিষেধকের গবেষণা চলছে।
- অধ্যাপক এন্ড্রু পোলার্ড জানান -গণস্বাস্থ্য পরিষেবায় ব্যবহারের জন্য প্রয়োজনীয় উৎপাদন সেপ্টেম্বর -এ শুরু হতে পারে।
“সারা বিশ্বে নতুন ১০০ টি প্রতিষেধকের গবেষণা শুরু হয়েছে”-এ 1-টি মন্তব্য