রাজ্যে করোনা আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , S. Datta Roy  :-  গত ২৩ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন চলছে ,আর ১৭ মার্চে প্রথম পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিলো। আর তারপর থেকে ক্রমাগত সেই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবারই  প্রথম করোনা আক্রান্তের চেয়ে  সুস্থতার হার বেশি দেখা গেলো। এদিন কোভিদ থেকে সেরে উঠে ১১৩ জন হসপিটাল থেকে ছুটি পান।ফলে গত ২৪ ঘন্টায় ১১০ জন নতুন আক্রান্ত হলেও বর্তমানে এক্টিভ করোনা রুগী ১৩৬৩ জন যেটা সোমবারে ছিল ১৩৭৪ জন।

আরো পড়ুন :- কো -মরবিডিটির মধ্যেই জীবনহানির আশঙ্কা

WB CM

 

মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান -সুস্থ হয়ে ওঠার হার বাড়তে বাড়তে মঙ্গলবারে সেটা ২৮% পেরোলো। স্বাস্থ্যদপ্তর প্রকাশিত বুলেটিন থেকে জানা যায় সুস্থতার হার রবিবারে ২১.৫১ % ,সোমবারে ২৪.১৯ % ও মঙ্গলবারে ২৮.১৬ % হয়েছে। তিনি বলেন – ‘ এবার থেকে রেড জোন ,গ্রীন জোন না পুরোটাই কন্টেনমেন্ট জোনের নিরিখে দেখা হবে। রেড জোনকেও A ,B, C – তে ভাগ করা হবে। ‘রেড জোনে  একইরকম কড়াকড়ি থাকবে। রেড B -তে শর্তসাপেক্ষে কিছু ছাড় পাওয়া যাবে। আর রেড C – তে অত্যাবশ্যকীয় সব কিছুই খুলবে।

আরো  পড়ুন :- রাজ্যে নতুন করে খুলছে কোন কোন দোকান , দেখুন তালিকা

তবে সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব  সবাইকেই মেনে চলতে হবে। মুখ্যমন্ত্রী আরও   জানান -শুরুর দিকে এ রাজ্যে মাত্র ২ টি ল্যাব ছিল এখন বেড়ে ১৮ টি হয়েছে। বর্তমানে রোজ ৫০০০ এর বেশি টেস্ট হয়। প্রতিদিন এতো টেস্ট করার ফলেই পজিটিভ রুগী চিহ্নিত হওয়ার হার ৫.৫% থেকে কমে গিয়ে ৪.১৩ % হয়েছে।

 

Highlights 

  • কোভিদ থেকে সেরে উঠে ১১৩ জন হসপিটাল থেকে ছুটি পান।
  • মঙ্গলবারই  প্রথম করোনা আক্রান্তের চেয়ে  সুস্থতার হার বেশি দেখা গেলো।
  • সুস্থতার হার রবিবারে ২১.৫১ % ,সোমবারে ২৪.১৯ % ও মঙ্গলবারে ২৮.১৬ % হয়েছে।
  • বর্তমানে রোজ ৫০০০ এর বেশি টেস্ট হয়।

লকডাউন    #  চিকিৎসা     #    পশ্চিমবঙ্গ 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন