Bangla News Dunia, শারদীয়া রায় :- করোনায় আক্রান্ত রোগীদের নিরাময়ের জন্য যাতে সর্বত্র রেমডেসেভি ওষুধ সরবরাহ করা যায় তার জন্য জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস লিমিটেড নামক একটি ভারতীয় সংস্থা চুক্তিবদ্ধ হলো গিলিড সায়েন্সেস নামে একটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল সংস্থার সাথে । চুক্তির ফলস্বরূপ, ভারত সহ ১২৪ টি দেশে এই ওষুধ সরবরাহের জন্য লাইসেন্স পেলো তারা। এই প্রসঙ্গে জুবিল্যান্টের জানিয়েছে যে গিলিয়ড কেবলমাত্র একটি ভারতীয় সংস্থার সাথে রেডডেসেভি সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ হয়নি। পরবর্তীকালে অন্য দেশগুলির সাথেও এই বিষয়ে তারা চুক্তিবদ্ধ হতে পারে।
আরো পড়ুন : – প্লাজমা থেরাপির গবেষণা শুরু চার বেসরকারি সংস্থায়
এই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ওষুধ নিয়ে এসে বিশ্বের অন্যান্য দূরবর্তী অঞ্চলে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করার পাশাপাশি, করোনার রোগীদের পুনরুদ্ধারের গতি বাড়ানোর জন্য ভারতীয় সংস্থাটি স্বল্প ও মধ্য-আয়ের দেশগুলিতে এই ওষুধের উৎপাদন বাড়াতে সক্ষম হবে। কিছু উচ্চ আয়ের দেশেও তাদের এই অধিকার থাকবে। এই মাসের শুরুর দিকে, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) তাৎক্ষণিক ভাবে করোনার রোগীদের চিকিত্সার জন্য আমেরিকান সংস্থা গিলিয়েড সায়েন্সেস দ্বারা তৈরি ওষুধগুলি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
আমেরিকান ফার্মাসিউটিক্যাল সংস্থা গিলিড জানিয়েছে যে ভারত এবং পাকিস্তান এই দু’দেশের বেশ কয়েকটি জেনেরিক ড্রাগ সংস্থার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করার পরিকল্পনা রয়েছে যাতে ওষুধটি এই দুই দেশেই তৈরি করা যায় এবং বিভিন্ন দেশে সরবরাহ করা যায়। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তানের সাধারণ ওষুধ সংস্থাগুলিকে এর জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে এই মার্কিন ফার্মাসিউটিক্যাল সংস্থা। তবে, তারা এই ভারতীয় কোম্পানির সাথে তাদের চুক্তির শর্তগুলি সংবাদমাধ্যমের কাছে খোলসা করতে চায় নি।
আরো পড়ুন : – ই-টিকিটের চাপে বসে গেলো রেলের ওয়েবসাইট
Highlights
- রেমডেসেভি ওষুধ সরবরাহ করা নিয়ে মার্কিন সংস্থার সাথে চুক্তি করলো ভারতীয় সংস্থা
- এর ফলে ১২৪ টি দেশে এই ওষুধ সরবরাহ করতে পারবে সংস্থাটি।
# রেমডেসেভি । # ভারত । # মার্কিন যুক্তরাষ্ট্র