এমাসে বন্ধ এলপিজি ভর্তুকি ,পরবর্তী সিদ্ধান্ত জুনে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এমাসে বন্ধ এলপিজি ভর্তুকি। অর্থাৎ এই মাসে যদি কোনো গ্রাহক সিলিন্ডার নেন , তাহলে তার জন্য কোনো ভর্তুকি জমা হবে না তার ব্যাঙ্ক একাউন্ট-এ। কারণ চলতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১৯০টাকা। তবে আগামী মাসে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এপ্রিলে যারা এলপিজি সিলিন্ডার কিনেছেন তাদের একাউন্টে ১৮৯.৯৭ টাকা ভর্তুকি পেয়েছেন। কিন্তু ভর্তুকি হীন এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১৯০টাকা। কলকাতায় এখন র্তুকি হীন এলপিজি সিলিন্ডারের দাম ৫৮৪.৫০ টাকা। অৰ্থাৎ গত মাসে যে টাকা ভতুকি পেয়েছেন তার থেকেও কিছু বেশি টাকা সিলিন্ডারের দাম কমেছে।

আরো পড়ুন : – ই-টিকিটের চাপে বসে গেলো রেলের ওয়েবসাইট

সরকারের তরফে জানানো হয়েছে , ভর্তুকি উঠছে না। সরকারের তরফে পরবর্তী সিদ্ধান্ত জুনে নেয়া হবে। উলেখ্য গত ২০১৩ সালের ১লা জুন থেকে ভর্তুকি দেয়া শুরু হয়েছিল। ব্যাঙ্ক একাউন্টে আধার সংযোগের দ্বারা গ্রাহকরা এই ভর্তুকি পান। তবে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা ঘোষণা মতোই সিলিন্ডার পাবেন।

আরো পড়ুন : – প্লাজমা থেরাপির গবেষণা শুরু চার বেসরকারি সংস্থায়

অর্থাৎ উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এপ্রিল থেকে বিনা মূল্যে সিলিন্ডার পাচ্ছেন। তারা সেরকম পাবেন বলে জানা গেছে , দেশীয় তেল সংস্থা গুলির তরফ থেকে।

Highlights

  • এমাসে বন্ধ এলপিজি ভর্তুকি
  • ভর্তুকি হীন এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১৯০টাকা
  • উজ্জ্বলা যোজনার গ্রাহকরা ঘোষণা মতোই সিলিন্ডার পাবেন
  • উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এপ্রিল থেকে বিনা মূল্যে সিলিন্ডার পাচ্ছেন

# Business # LPG

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন